
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা ব্রুকলিন ওয়েস্ট ও সাউথ চ্যাপ্টারের উদ্যোগে কমিউনিটির বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমী ইফতার মাহফিল। ১৩ মার্চ, বৃহস্পতিবার বিকেলে সর্বপ্রথম মুনা সেন্টার ঐতিহ্যবাহী ব্রুকলিন ইসলামিক সেন্টারে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তিলাওয়াত করেন সাজ্জাদ আম্মার। কমিউনিটি লিডার কাজী ফরিদ উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে বিশেষ আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মুনা ন্যাশনাল এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবু সামিয়াহ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন হাসান আকবর যাকারিয়া এবং নওমুসলিম আমেনা খাতুন।
উন্মুক্ত ও সার্বজনীন পরিবেশে আয়োজিত উক্ত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল সোশাল সার্ভিস ডিরেক্টর মাওলানা সাফায়াত হোসেন সাফা, ন্যাশনাল জাস্টিস এন্ড হিউম্যান ডিগনিটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এম মাহবুবুর রহমান, মুনা সাউথ জোন সেক্রেটারি একেএম সাইফুল আলম, জোন বাইতুল মাল ডিরেক্টর হাসান সোরার্দি দুলাল এবং ব্রুকলিন ওয়েস্ট ও সাউথ চ্যাপ্টারের দায়িত্বশীলবৃন্দ।
বক্তাগণ তাঁদের আলোচনায় ইসলামের সার্বজনীন মানবিক মূল্যবোধ ও সৌন্দর্য তুলে ধরেন। পরিশেষে ইফতার ও ডিনার পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
জাকির হোসাইন (সজল)
ব্রুকলিন ওয়েস্ট চ্যাপ্টার মিডিয়া ডিরেক্টর, নিউ ইয়র্ক।
আপনার মূল্যবান মতামত দিন: