মুনা ইয়ুথ প্যাটারসনের ইফতার মাহফিলে শত তরুণের সম্মিলন

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৬ মার্চ ২০২৫ ২২:২০

মুনা ইয়ুথ প্যাটারসন আয়োজিত ইয়ুথ ইফতার মাহফিল। ছবি : মুনা মুনা ইয়ুথ প্যাটারসন আয়োজিত ইয়ুথ ইফতার মাহফিল। ছবি : মুনা

মুনা ইয়ুথ প্যাটারসন আয়োজিত ইয়ুথ ইফতার মাহফিল গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার মসজিদ আদমে অনুষ্ঠিত হয়। শতাধিক যুবকের উপস্থিতিতে ইফতার মাহফিলটি তরুণদের এক সম্মিলনে পরিণত হয়। পবিত্র মাহে রমাদানে মসজিদে যুবকদের অংশগ্রহণকে উৎসাহিত করা ও তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং আধ্যাত্মিকতার বিকাশই ছিলো ওই আয়োজনের লক্ষ্য।

মাগরিবের সালাতের পূর্ববর্তী এক মনোরম সন্ধ্যায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মুনা ইয়ুথ প্যাটারসন সাব-চ্যাপ্টারের প্রেসিডেন্ট ব্রাদার জাহেদুর রহমান, সঞ্চলনা করেন অত্র সাব-চ্যাপ্টার বাইতুলমাল ডিরেক্টর এহসানুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথি মুনা ইস্ট জোন ইয়ুথ ডিরেক্টর ব্রাদার ফয়সাল আজাদ মাহে রমাদানে তাকওয়া এবং ইসলামী অনুশাসনের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে অতিথিদের আলোচনা

অতিথি আলোচক হিসেবে মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টার প্রেসিডেন্ট ইমাম আব্দুল মান্নান ও এবং প্রাক্তন ন্যাশনাল ইয়ুথ ডিরেক্টর ব্রাদার আকিব আজাদ রমাদানে মু'মিনের আত্ম-উন্নয়ন ও ক্ষমার গুরুত্ব বিষয়ে ইনস্পাইরেশনাল ডিসকাশন তুলে ধরেন।

মাহফিলের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন মুনা এনজেএন চ্যাপ্টার সেক্রেটারি ইমাম আবদুস শাকিল।

পুরস্কার ও ইফতার

আলোচনা, দোয়া, ইফতার গ্রহণ ছাড়াও অনুষ্ঠানের আকর্ষণীয় সেগমেন্ট ছিলো অংশগ্রহণকারীদের মাঝে ইসলামিক কুইজ কম্পিটিশান, পারস্পরিক পরিচিতি এবং সৌহার্দ বিনিময়। চমৎকার সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত পুরো ইভেন্টটি ছিলো স্বতস্ফূর্ত ও শিক্ষামূলক যা যুবকদের আধ্যাত্মিক চেতনাকে উজ্জীবিত করতে ভূমিকা রাখে।

পরিশেষে অনুষ্ঠান আয়োজক মুনা ইয়ুথ প্যাটারসন এর পক্ষ থেকে অংশগ্রহণকারী এবং বক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি মসজিদে যুব সম্পৃক্ততা বৃদ্ধি এবং কমিউনিটির মধ্যে ইসলামী মূল্যবোধ প্রচারের কার্যক্রম অব্যাহত রাখতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

 

 

আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট



আপনার মূল্যবান মতামত দিন: