ফুলানি আফ্রিকান ব্রাদার্স FUTA-র ইফতার মাহফিলে অধ্যাপক ডক্টর রুহুল আমিন

Shojon Jahir | ১১ মার্চ ২০২৫ ২২:০৪

FUTA নেতৃবৃন্দের সাথে অধ্যাপক ডক্টর রুহুল আমিন।  ছবি : মুনা FUTA নেতৃবৃন্দের সাথে অধ্যাপক ডক্টর রুহুল আমিন। ছবি : মুনা

মুনার ন্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও আল-কুরআন দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ড. রুহুল আমিন, ফুলানি আফ্রিকান ব্রাদার্স FUTA আয়োজিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। তিনি গত ৮ মার্চ, শনিবার নিউইয়র্কে ব্রঙ্কস থার্ড এভিনিউতে অবস্থিত আফ্রিকান আমেরিকানদের সদর দপ্তর FUTA ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ আমন্ত্রণে উপস্থিত হন এবং মাগরিবের নামাজে ইমামতি করেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন মুনা নিউইয়র্ক সাউথ জোনের প্রেসিডেন্ট ব্রাদার এমদাদুল্লাহ।

বক্তৃতা করছেন আল-কুরআন দাওয়াহ সেন্টার চেয়ারম্যান

FUTA ইসলামিক সেন্টারের ইমাম মুনা টিমকে স্বাগত জানান এবং আল-কুরআন দাওয়াহ সেন্টারের বিনামূল্যে কুরআন বিতরণ প্রকল্প সম্পর্কে সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করতে ড. রুহুল আমিনকে অনুরোধ করেন। এরপর আল-কুরআন দাওয়াহ সেন্টার চেয়ারম্যান অত্র প্রকল্প সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিটি ঘরে বিনামূল্যে কুরআন বিতরণের এই মহৎ প্রকল্পকে সমর্থন করার আহ্বান জানান। তিনি উপস্থিত সবাইকে আল-কুরআন দাওয়াহ সেন্টারের পাশে থাকার অনুরোধ করেন।

অনুষ্ঠানে উপস্থিত আফ্রিকান আমেরিকান কমিউনিটির সদস্যবৃন্দ

অনুষ্ঠানে উপস্থিত FUTA-র শীর্ষ নেতৃবৃন্দ ও ইমামগণ কুরআন বিতরণ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। FUTA নেতা ড. বাল্ডে এবং তার সহকর্মীগণ মুনা টিমকে আন্তরিক ভালোবাসা এবং অভূতপূর্ব সমর্থন প্রদান করেন। তারা আল-কুরআন দাওয়াহ সেন্টারের গৃহীত প্রকল্পের জন্য নগদ এক হাজার ডলার তহবিল সংগ্রহ করেন এবং ভবিষ্যতে জেলে-র মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রাখার ঘোষণা দেন।

পার্কচাস্টার ইসলামিক সেন্টার

আল-কুরআন দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ড. রুহুল আমিন একই দিনে পার্কচাস্টার ইসলামিক সেন্টারে উপস্থিত হয়ে সালাতুল ইশার নামাজ আদায় করেন। সেখানে তাকে স্বাগত জানান নিউইয়র্ক নর্থ জোনের প্রেসিডেন্ট ব্রাদার রাশেদ, পিআইসি প্রেসিডেন্ট ব্রাদার নূরুস সামাদ এবং ইমাম ওবায়দুল হক। আন্তরিক অভ্যর্থনা এবং আতিথেয়তার পর তারা এই প্রকল্পের জন্য প্রায় ছয় হাজার ডলার অনুদানের প্রতিশ্রুতি প্রদান করেন।

 

 

 

বার্তা প্রেরণ
ডঃ রুহুল আমিন

 



আপনার মূল্যবান মতামত দিন: