৮ মার্চ আল-কুরআন দাওয়াহ সেন্টারের বার্ষিক তহবিল সংগ্রহ এবং টেলি-তাফসীর মাহফিল

মুনা সাংগঠনিক ডেস্ক | ৭ মার্চ ২০২৫ ০০:২৮

ফাইল ছবি ফাইল ছবি

আল-কুরআন দাওয়াহ সেন্টার এর উদ্যোগে ২০২৫ সালের বার্ষিক তহবিল সংগ্রহ এবং টেলি-তাফসীরুল কুরআন মাহফিল আগামী ৮ মার্চ, ২০২৫ শনিবার আমেরিকান স্ট্যান্ডার্ড টাইম দুপুর ২:০০ টা এবং বাংলাদেশ সময় রাত ১:০০ টায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানটি নিন্মে প্রদত্ত ফেইসবুক এবং ইউটিউব এড্রেসে একযোগে সরাসরি সম্প্রচার হবে।

https://www.facebook.com/MunaDawah/

https://www.youtube.com/channel/UCfqNvqtFfgzdKOwQbM8UkMA

মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীগণের সাথে লাইভ এ যুক্ত হবেনমুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট খ্যাতিমান ‎ইসলামিক স্কলার ইমাম দেলোয়ার হোসাইন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান এবং ডোনেশন কার্যক্রমে অংশ নিতে নিচের নাম্বারগুলোতে সরাসরি ফোন কলেও যুক্ত হতে পারবেন। ফোন নাম্বারগুলো নিন্মরূপ-

# 1 (917) 444-9950
# 1(213)660-2959
# 1(929) 600-8150

অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে জন্য প্রদত্ত এড্রেসগুলো ফলো করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছেন আল-কুরআন দাওয়াহ সেন্টার, ইউএসএ কর্তৃপক্ষ। 

 

 

বার্তা প্রেরণ

আল-কুরআন দাওয়াহ সেন্টার, ইউএসএ



আপনার মূল্যবান মতামত দিন: