শুরু হলো রমাদান উপলক্ষে মুনা একাডেমীর ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স

মুনা সাংগঠনিক ডেস্ক | ৪ মার্চ ২০২৫ ২২:৪৯

অনলাইনে সংযুক্ত প্রধান অতিথি। ছবি : মুনা অনলাইনে সংযুক্ত প্রধান অতিথি। ছবি : মুনা

পবিত্র মাহে রমাদান মহাগ্রন্হ আল কুরআন নাজিলের মহিমান্বিত মাস। এ উপলক্ষ্য প্রতিবছরের মতো এবারও মুনা একাডেমী প্রবাসী ভাই-বোনদের জন্য আয়োজন করেছে ফ্রি সহীহ কুরআন তা’লিম কোর্স। ১ রমাদান থেকে শুরু হওয়া ১৬ দিনব্যাপী এই বিশেষ কোর্স উদ্বোধন করেন মুনা একাডেমীর সম্মানিত ডিরেক্টর ও ন‍্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডক্টর রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইমাম দেলোয়ার হোসাইন। হাসান আহমেদ নুমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহমাদ আবু উবায়দা, মুনার ন্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আব্দুল্লাহ আল আরিফ।

অনলাইনে সংযুক্ত উদ্বোধক ও অতিথিবৃন্দ

১৬ দিনব্যাপী এই কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট স্কলার ও খ্যাতিমান আল-কুরআন প্রশিক্ষক শায়খ মাঈনুদ্দীন হাসান। বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহস্রাধিক প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিগণ পবিত্র আল-কুরআনের বরকতময় মাহে রমাদানে সকলকে নিয়মিত কুরআন ও সুন্নাহ অধ্যয়ন, অনুধাবন, অনুশীলন ও অনুসরণের আহ্বান জানান। একইসাথে বিশ্বময় কুরআন ও সুন্নাহ’র দাওয়াত ছড়িয়ে দিতে সবাইকে সহীহ কুরআন তিলাওয়াত ও উপলব্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

 

 


মুনা একাডেমী
"সঠিক কুরআন শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান"



আপনার মূল্যবান মতামত দিন: