মুনা ব্রুকলিন ওয়েস্ট ও কানেকটিকাট চ্যাপ্টারের ওয়েলকাম রমাদান

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৪

এমসিসি উদ্বোধন ও ওয়েলকাম রমাদানের প্রধান অতিথি ও উপস্থিতি। ছবি : মুনা এমসিসি উদ্বোধন ও ওয়েলকাম রমাদানের প্রধান অতিথি ও উপস্থিতি। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ব্রুকলিন ওয়েস্ট ও কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে ''ওয়েলকাম রমাদান'' প্রোগ্রাম যথাক্রমে গত ২২ ফেব্রুয়ারি শনিবার ও ২৩ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়।

ব্রুকলিন ওয়েস্ট চ্যাপ্টার

ব্রুকলিনের দারুল জান্নাহ মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত ''ওয়েলকাম রমাদান'' অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল সোশ্যাল ডিরেক্টর মাওলানা শাফায়েত হোসাইন সাফা।

ব্রুকলিন ওয়েস্ট চ্যাপ্টারের ওয়েলকাম রমাদানের অতিথিবৃন্দ

বিশেষ অতিথি ছিলেন মুনা নিউইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা এমদাদ উল্লাহ ও দারুল জান্নাহ মসজিদের খতীব মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ।

ব্রুকলিনে উপস্থিত সুধীবৃন্দ

ব্রুকলিন ওয়েস্ট চ্যাপ্টার প্রেসিডেন্ট মাহমুদুর রহমান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চ‍্যাপ্টার সেক্রেটারি মোহাম্মাদ হেলাল উদ্দিন।

কানেকটিকাট চ্যাপ্টার

২৩ ফেব্রুয়ারি মুনা সেন্টার অফ কানেকটিকাট অডিটোরিয়ামে নবনির্মিত সেন্টার এর শুভ উদ্বোধন ও ওয়েলকাম রমাদান অনুষ্ঠান সম্পন্ন করে মুনা কানেকটিকাট চ্যাপ্টার। মুনা কর্তৃপক্ষের নতুন মালিকানাধীন ওই সেন্টারের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।

এমসিসি উদ্বোধনে আমন্ত্রিত অতিথিবৃন্দ
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুনা ইস্ট জোন ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কানেকটিকাট চ‍্যাপ্টার প্রেসিডেন্ট মুজির উদ্দিন।

কানেকটিকাটে উপস্থিত সুধীবৃন্দ

প্রধান অতিথি ইমাম দেলোয়ার হোসেন তাঁর আলোচনায় বাংলাদেশী কমিউনিটির মধ্যে দাওয়াতে দ্বীন প্রচার প্রসার ও ইসলামী সংস্কৃতি বিকাশে মসজিদ প্রতিষ্ঠার গুরুত্ব এবং পবিত্র মাহে রমাদানের তাৎপর্য তুলে ধরেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: