মুনা উলামা বিভাগের উদ্যোগে নিউইয়র্কের ইমাম ও আলেমগণের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৩

মুনা সেন্ট্রাল উলামা বিভাগ আয়োজিত মতবিনিময় সভা। ছবি : মুনা মুনা সেন্ট্রাল উলামা বিভাগ আয়োজিত মতবিনিময় সভা। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) সেন্ট্রাল উলামা বিভাগের উদ্যোগে নিউইয়র্কের ইমাম ও আলেমগণের সম্মানে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক মতবিনিময় সভা ও ডিনার-এর আয়োজন করা হয়।

নিউইয়র্ক সিটির বায়তুল মামুর মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুনা সেন্ট্রাল উলামা বিভাগের প্রেসিডেন্ট ও ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মাওলানা ডক্টর রুহুল আমিন। অনুষ্ঠান শুরু হয় বিআইসি-র ইমাম জুনাইদ হোসাইন কর্তৃক মহাগ্রন্থ আল-কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে।

বক্তব্য রাখছেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন

মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু ওবায়দার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথি তার আলোচনায় আমন্ত্রিত ইমাম ও উলামায়েকিরামের সামনে মুনা'র পাঁচ দফা কর্মসূচি, সোশ্যাল ওয়ার্ক ও বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কুরআনের কপি বিতরনের কার্যক্রম তুলে ধরেন।

মুনা সেন্ট্রাল উলামা বিভাগের প্রেসিডেন্ট ডক্টর রুহুল আমিন এর বক্তব্য

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও ইসলামী স্কলারগন তাঁদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করে বক্তব্য রাখেন।

আলোচনা করছেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবু ওবায়দা

সভায় আরও উপস্থিত ছিলেন মুনা সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. সাইদুর রহমান চৌধুরী, মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ, মুনা নিউইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা এমদাদ উল্লাহ ও সাবেক প্রেসিডেন্ট জনাব সাফায়েত হোসেন সাফা প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সবাইকে নিয়ে ডিনারে অংশগ্রহণ করেন।

 

 

শহীদ উল্লাহ কাইছার
নিউইয়র্ক



আপনার মূল্যবান মতামত দিন: