মুনা-য় তরুণদের সম্পৃক্ততা ও আকর্ষণ বাড়াতে নিউ জার্সি নর্থ চ্যাপ্টার এর ইয়ুথ গ্যাদারিং

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০২

ইয়ুথ গ্যাদারিং-এ অতিথিদের ডিসকাশন। ছবি : মুনা ইয়ুথ গ্যাদারিং-এ অতিথিদের ডিসকাশন। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা নিউ জার্সি নর্থ চ্যাপ্টার তরুণদের মাঝে মুনা ইয়ুথ-এর কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গত ১৬ ফেব্রুয়ারী রবিবার ইউনিয়ন কাউন্টির এলিজাবেথ সিটির স্থানীয় মসজিদে এক ডায়নামিক ইয়ুথ গ্যাদারিং -এর আয়োজন করে।

স্থানীয় এলিজাবেথ সাব-চ্যাপ্টার কর্তৃক আয়োজিত ইয়ুথ গ্যাদারিং-এর মূল লক্ষ্য ছিল এলাকায় ইয়ুথ দাওয়াহ্ সম্প্রসারণের মাধ্যমে অদূর ভবিষ্যতে একটি ইয়ুথ সাব-চ্যাপ্টার প্রতিষ্ঠা করা।

নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের এর তিনজন ইয়ুথ সাব-চ্যাপ্টার প্রেসিডেন্ট, ইয়ুথ দাওয়াহ টিম, স্থানীয় মসজিদের ইমাম ও ইয়ুথ লিডারগণ এই গ্যাদারিংয়ে নেতৃত্ব দেন। তারা অংশগ্রহণকারীদের কাছে সাথে পবিত্র মাহে রমাদান, মানুষের পরিচয়, উদ্দেশ্য এবং ধর্মীয় অনুশীলনের বিষয়ে গুরুত্বপূর্ণ মত-বিনিময় করেন।

গ্যাদারিং-এ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

অনুষ্ঠানের স্পিরিচুয়াল এবং ব্রাদারহুড পরিবেশ সন্ধ্যাটিকে বেশ আনন্দঘন করে তোলে। এরপর অংশগ্রহণকারীদের নিয়ে একটি এডুকেশনাল কুইজ কম্পিটিশান আয়োজন করা হলে সবাই তা স্বতঃস্ফূর্তভাবে উপভোগ করে।

পরিশেষে সর্বশক্তিমান আল্লাহর কাছে বিশেষ দোয়া-মুনাযাত এবং সুস্বাদু নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। 

ইয়ুথ লিডারদের মত বিনিময়

স্থানীয় কমিউনিটির অভিভাবক এবং সদস্যগণ চমৎকার এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই এলাকার তরুণদের জন্য আরও বেশি করে এধরণের উদ্যোগের প্রতি দৃঢ় সমর্থন জানান।

কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হওয়ায় তা ইয়ুথ টিমের মধ্যে একটি চমৎকার মোমেন্টাম তৈরি করেছে যা শীঘ্রই এলিজাবেথ কমিউনিটিতে আরও বড় ও কার্যকর ইয়ুথ গ্যাদারিং আয়োজন করতে উৎসাহ যোগাবে।

 

 

আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশান, মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্ট



আপনার মূল্যবান মতামত দিন: