অনুষ্ঠিত হলো মুনা ইয়ুথ কানেকটিকাট ও ম্যাসাচুসেটস-এর ইয়ুথ গ্যাদারিং

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪৮

ইয়ুথ গ্যাদারিং-এর অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : মুনা ইয়ুথ গ্যাদারিং-এর অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : মুনা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো (মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা) মুনা ইয়ুথ কানেকটিকাট ও ম্যাসাচুসেটস-এর ইনস্পাইরেশন্যাল ইয়ুথ গ্যাদারিং। গত ৮ ফেব্রুয়ারি শনিবার মুনা সেন্টার অফ কানকেটিকাটে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইয়ুথ গ্যাদারিং-এ অংশগ্রহণকারীগন অত্যন্ত আগ্রহের সাথে ভোর বেলাতেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

অনুষ্ঠানে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইয়ুথ-এর ন্যাশনাল ডিরেক্টর মাহমুদুল হাসান। বক্তব্য রাখেন মুনা ইয়ুথ ইস্ট জোন ডিরেক্টর ফয়সাল আজাদ ও ইস্ট জোন অ্যাসিসট্যান্ট ডিরেক্টর আদিল আব্দুল্লাহ।

সারপ্রাইজ গেস্ট মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ও মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট

বিশেষ আকর্ষণ হিসেবে সভা মঞ্চে আকস্মিকভাবে উপস্থিত হন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন ও মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদির। অতিথিদ্বয় উপস্থিত তরুণদের গভীর অন্তদৃষ্টি ও সম্ভাবনাময় ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অংশগ্রহণকারীদের স্বতস্ফূর্ত উপস্থিতি

অনুষ্ঠানটিতে বেনিফিশিয়াল ডিসকাশন, অ্যানলাইটেনিং টকস ও ইন্টরেক্টিভ অ্যাক্টিভিটিসসহ কয়েকটি সেগমেন্ট রাখা হয়। যা উপস্থিত তরুণদের পারস্পরিক পরিচিতি ও আন্তরিক বন্ধন দৃঢ় করতে বিশেষ অনুপ্রেরণা হিসেবে ভূমিকা রাখে।

অতিথিবৃন্দের উন্মুক্ত আলোচনা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫০ জনের অধিক মেধাবী তরুণ। আত্মিক ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি মজাদার খাবার পরিবেশন ও আনন্দঘন পরিবেশ আয়োজনটিকে বেশ প্রীতিময় এবং আকর্ষণীয় করে তোলে।

আলোচনায় মুনা ইয়ুথ ন্যাশনাল ডিরেক্টর মাহমুদুল হাসান

অনুষ্ঠানের আলোচকগণ তাদের বক্তব্যে উপস্থিত সকলের জ্ঞান ও মেধার প্রবৃদ্ধি এবং শিক্ষণীয় বিষয়গুলো বাস্তবায়নের উপর আলোকপাত করেন। তাঁরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার কাছে সকলের সুস্বাস্থ্য ও কল্যাণময় কাজের উত্তম প্রতিদান প্রার্থনা করেন।

 

 

আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশান, মিডিয়া অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট



আপনার মূল্যবান মতামত দিন: