মুনা ইস্ট জোনের দ্বিতীয় এডুকেশন সেশন সম্পন্ন 

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৩

মুনা ইস্ট জোনের দ্বিতীয় এডুকেশন সেশনে প্রধান অতিথি ও ডেলিগেটবৃন্দ মুনা ইস্ট জোনের দ্বিতীয় এডুকেশন সেশনে প্রধান অতিথি ও ডেলিগেটবৃন্দ

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ইস্ট জোনের উদ্যোগে ৬ টি চ‍্যাপটারের দায়িত্বশীলদের নিয়ে দ্বিতীয় এডুকেশন সেশন গত রবিবার (৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। ফিলাডেলফিয়ার মুনা সেন্টার অফ আপার ডারবি-তে আয়োজিত উক্ত এডুকেশন সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।

প্রধান অতিথি

মুনার জোনগুলোর এডুকেশন সেশনের ধারবাহিকতায় ইস্ট জোনের উক্ত দ্বিতীয় সেশনে অংশ নেন নিউ জার্সি সাউথ, আটলান্টিক সিটি, ম‍েরিল‍্যনড, সেন্ট্রাল জার্সি, পেনসিলভানিয়া সাউথ, পেনসিলভেনিয়া নর্থ এবং দেলোয়ার চ‍্যাপটারের দায়িত্বশীলগণ। অনুষ্ঠান শুরু হয় মহাগ্রন্থ আল-কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে।

বিশেষ অতিথি

মুনা ইস্ট জোনের প্রেসিডেন্ট মাহমুদুল কাদির তফাদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি হুমায়ূন কবির চৌধুরীর সঞ্চালনায় দ্বিতীয় এডুকেশন সেশনের বিশেষ অতিথি ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিসট্যান্ট ডিরেক্টর হাফেজ আবদুল্লাহ আল আরিফ।

সভাপতি ও সঞ্চালক

প্রধান অতিথিসহ এডুকেশন সেশনের আলোচকগণ বলেন, ইসলামী সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে তার সাংগঠনিক, পারিবারিক এবং সামাজিক জীবনে ইসলামের একজন একনিষ্ট মডেল হিসেব গড়ে তুলতে হবে। আর এজন্য প্রয়োজন নিজেদের ব্যক্তিগত জীবনে ইসলামী অনুশাসনকে কঠোর অনুশীলনের চেষ্টা করা। কেননা, দায়িত্বশীল হিসেবে আমাদের প্রত্যেককেই আখিরাতের কঠিন ময়দানে মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তায়ালার কাছে পুঙ্খানুপুঙ্খ জবাবদিহি করতে হবে। এ প্রসঙ্গে তাঁরা প্রিয় নবীজীর (সা.) হাদিস "তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে'' স্মরণ করিয়ে দেন।

তারা বলেন, শুধু সংগঠনেই নয় পরিবারেও আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আর এটা করতে পারলে আমরা যেমন নিজেদের পরিবারে সম্মনিত হবো তেমনি এর প্রভাবে আমাদের প্রতিবেশীগণও ইসলামের সুমহান আদর্শের দিকে অনুপ্রাণিত হবে।

উপস্থিত অতিথি ও ডেলিগেটগণ

এদিন মুনা ইয়ুথ এবং মুনা ইয়ং সিস্টার দু'টি পৃথক এডুকেশন সেশন সম্পন্ন করে।

পরিশেষে মুনার সকল স্তরের জনশক্তি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে নিপীড়িত মুসলিম ভাই-বোনদের জন্য বিশেষ দোয়া করা হয়।

 

 

আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশান, মিডিয়া অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট

 



আপনার মূল্যবান মতামত দিন: