সংগঠনকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে দায়িত্বশীলদের ভূমিকাই মুখ্য : ইমাম দেলোয়ার হোসেন

মুনা সাংগঠনিক ডেস্ক | ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০০

মুনা নর্থ জোনের এডুকেশন সেশনে বক্তব্য রাখছেন প্রধান অতিথি। ছবি, মুনা মুনা নর্থ জোনের এডুকেশন সেশনে বক্তব্য রাখছেন প্রধান অতিথি। ছবি, মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা নর্থ জোনের উদ্যোগে রবিবার (২ ফেব্রুয়ারি) মিশিগানের ইসলামিক সেন্টার অব ওয়ারেনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এডুকেশন সেশনে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন এ কথা বলেন।

দিনব্যাপী আয়োজিত এডুকেশন সেশনের সভাপতিত্ব করেন নর্থ জোনের সভাপতি নেছার উদ্দিন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আনোয়ার হোসেন। প্রধান অতিথির নির্ধারিত আলোচ্য বিষয় ছিলো "দ্বীনি সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা"।

আলোচনায় ন্যাশনাল প্রেসিডেন্ট বলেন, "দায়িত্বশীল হচ্ছেন সংগঠনের মূল চালিকাশক্তি, আদর্শের বাস্তব প্রতিচ্ছবি, সংগঠনের গতিশীলতার অগ্রপথিক, সর্বোপরি জনশক্তির অনুপ্রেরণার উৎস।"

তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখনিসৃত মহান বাণী "তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে" আমাদের মনে রাখতে হবে এবং এর আলোকে সবাইকে পরকালীন জবাবদিহিতার ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে।

এডুকেশন সেশনে "একটি আদর্শ চ্যাপ্টার বা সাব চ্যাপ্টার সম্প্রসারণে করনীয়" এ বিষয়ের উপর আলোকপাত করেন জোন সভাপতি নেছার উদ্দিন দারসুল কুরআন পরিবেশন করেন সংগঠনের শুরা সদস্য মাওলানা রফিকুল ইসলাম।

বক্তব্য রাখেন ন্যাশনাল দায়িত্বশীল মাওলানা খাইরুল হাসান রফিক, অলিউর রহমান, মাওলানা আব্দুল লতিফ আজম, কোরবান সানি চৌধুরী, হাবিবুর রহমান, সাহেদুল ইসলাম, তৈয়ব আল বারী, আহমদ খালেদ হোসেন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন: