পদ পদবীতে না থেকেও কমিউনিটিতে দ্বীনী কাজে অনেক অবদান রাখা যায় বলে মন্তব্য করেছেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ও নিউইয়র্ক বায়তুল মা'মুর মসজিদের খতিব ইমাম দেলোয়ার হোসাইন। গত ১ জানুয়ারি সন্ধায় জুমে অনুষ্ঠিত মুনা ওয়েস্ট জোন এক্সিকিউটিভ টিম সেটাপ প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
পবিত্র কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সেটআপ প্রোগ্রামে নবনির্বাচিত ওয়েস্ট জোন প্রেসিডেন্ট জনাব আব্দুল মান্নান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ, ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর মুহতারাম আনিসুর রহমান গাজী, ওয়েস্ট জোন বিদায়ী প্রেসিডেন্ট জনাব আশরাফ হোসাইন আকবর প্রমূখ।
ইমাম দেলোয়ার হোসাইন তার সংক্ষিপ্ত বক্তব্যে নতুন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যদের আন্তরিকভাবে সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। অন্যান্যদের মধ্যে আনিসুর রহমান গাজী ও বিদায়ী সভাপতি আশরাফ হোসাইন আকবর বক্তব্য রাখেন।
২০২৫-২০২৬ সেশনে মুনা ওয়েস্ট জোন এক্সিকিউটিভ টিম মেম্বার হিসেবে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করবেন:
প্রেসিডেন্ট: মো. আব্দুল মান্নান
সেক্রেটারি ও সোস্যাল সার্ভিস ডিপার্টমেন্ট: মো. আব্দুল মালেক
ভাইস প্রেসিডেন্ট, দাওয়া এন্ড ম্যানপাওয়ার ডেভেলপমেন্ট: আশরাফ হোসাইন আকবর
অফিস এন্ড হিউম্যান এইড: মাওলানা আবু জাফর সিদ্দিকী
ফাইন্যান্স, জাস্টিস অ্যান্ড হিউমান ডিগনিটি: মো. এনামুল হক
এডুকেশন: ড. শরিফুল ইসলাম, সহকারী: মাওলানা আব্দুল মুকিত আজাদ
কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল: মুহাম্মদ ইসমাইল হোসাইন
ফ্যামিলি ডেভেলপমেন্ট এন্ড সাপোর্ট: প্রফেসর আলী আকবর
উইমেন কোঅর্ডিনেটর: বাবলি আক্তার কেয়া
মুনা ইয়ুথ: মুশফিকুর রহমান প্রত্যয় ও কোঅর্ডিনেটর: কামরুজ্জামান শিমুল
ইয়ং সিস্টার্স অফ মুনা: মিফতাহুল জান্নাত সাদিয়া
চিল্ড্রেন ডিপার্টমেন্ট: নাজনীন সুলতানা রানী, কোঅর্ডিনেটর: শিরিন খাতুন, সহকারি: রেনেসাঁ আহসান ও সুমাইয়া রাইয়ান
কমিউনিকেশন এন্ড মিডিয়া
মুনা ওয়েস্ট জোন
আপনার মূল্যবান মতামত দিন: