মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা’র ভার্জিনিয়া চ্যাপ্টারের উদ্যাগে মেনাসাস সিটিতে একটি লাইফস্কিল প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়। ৪ জানুয়ারি আয়োজিত এই সেশনটিতে ইয়ুথ ও ইয়াং সিস্টাররা নববর্ষের নব উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে।
সেশনে দ্বীনি শিক্ষায় জীবন গড়ার পাশাপাশি দৈনন্দিন জীবনে দক্ষতা অর্জন, ভারসাম্যপূর্ণ জীবনযাপন এবং স্বাস্থ্যরক্ষায় খাদ্য ও পুষ্টির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। একজন আদৰ্শ মুসলিম হিসেবে দ্বীনি কাজের পাশাপাশি দৈনন্দিন জীবনে নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কীভাবে ভারসাম্যপূর্ণ জীবনযাপন করা যায় এই সেশনে সেই বিষয়গুলো আলোকপাত করা হয়।
সেশন শেষে নিজেদের তৈরী পিজ্জা সকলের মাঝে বিতরণ করা হয়। পুরো সেশনটি পরিচালনা করেন প্রশিক্ষক সিস্টার হাফিজুন কুমকুম। এই লাইফস্কিল সেশনটি নুতন মাইলফলক হিসাবে নতুন প্রজন্মকে গড়তে সাহায্য করবে বলে আশাপ্রকাশ করেন আয়োজকরা।
আপনার মূল্যবান মতামত দিন: