
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা’র ২০২৫-২০২৬ সেশনের সেটাপ সম্পন্ন হয়েছে। গত ২১ ও ২২ ডিসেম্বর, শনি ও রবিবার, দুই দিন ব্যাপী মজলিশে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২৫-২০২৬ সেশনের জন্য ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ইমাম দেলোয়ার হোসাইন।
এর আগে নিউইয়র্কের মুনা সেন্টার অফ জ্যামাইকা-তে বিদায়ী প্রেসিডেন্ট হারুন অর রশীদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অধিবেশনটি শুরু হয়। অধিবেশনে অংশগ্রহণ করেন শূরার বর্তমান ও নবনির্বাচিত সদস্যগণ।
মজিলেশ শূরার অধিবেশন দারসে কুরআন এর মাধ্যমে শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. সাইদুর রহমান চৌধুরী। প্রথম অধিবেশনে মুনা’র বিগত বছরের সাংগঠিনক ও বায়তুলমাল রিপোর্ট ’২০২৪ পেশ ও পর্যালোচনা করা হয়।
২য় অধিবেশনে প্রধান নির্বাচন পরিচালক আবু সামিহা সিরাজুল ইসলাম নতুন সেশনের ন্যাশনাল প্রেসিডেন্ট এর শপথ বাক্য করান।
এরপর নবনির্বাচিত ন্যাশনাল প্রেসিডেন্ট নতুন সেশনের জন্য নির্বাচিত মজলিশে শূরার সদস্যদের শপথ পড়ান। এরপর ন্যাশনাল প্রেসিডেন্ট মজলিশে শূরার সাথে পরামর্শ করে ২০২৫-২০২৬ সেশনের জন্য ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি গঠন করেন এবং জোনাল প্রেসিডেন্টদের নিয়োগ প্রদান করেন।
এছাড়া তিনি মজলিশে শূরার পরামর্শক্রমে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেন।
২০২৫-২০২৬ সেশনের জন্য ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন আরমান চৌধুরী সিপিএ। এছাড়া ২০২৫-২০২৬ সেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন- আবু আহমেদ নুরুজ্জামান, ডা. সাইদুর রহমান চৌধুরী, হারুন অন রশীদ ও আবুল বাশার ফয়জুল্লাহ্। অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন- আহমদ আবু উবায়দা, আনিসুর রহমান, আব্দুল্লাহ আল আরিফ ও ড. মোহাম্মদ রুহুল আমিন।
২০২৫-২০২৬ সেশনের জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টরবৃন্দ হলেন:
এডুকেশন ইন্সটিটিউশন ডিরেক্টর- আবু আহমেদ নুরুজ্জামান
লিডারশিপ ডেভলপমেন্ট ডিরেক্টর- ডা. সাইদুর রহমান চৌধুরী
রিসার্চ এন্ড অ্যানালাইসিস ডিরেক্টর- হারুন অর রশীদ
অরগানাইজিং সেক্রেটারি ডিরেক্টর- আবুল বাশার ফয়জুল্লাহ্
দাওয়াহ এন্ড ফেইথ অ্যাওয়ারনেস ডিরেক্টর- আহমদ আবু উবায়দা
কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালাচারাল ডিরেক্টর- আনিসুর রহমান
এডুকেশন ডিরেক্টর- আব্দুল্লাহ আল আরিফ
ডিরেক্টর অফ মুনা একাডেমি- ড. মোহাম্মদ রুহুল আমিন
ফাইনান্স ডিরেক্টর- নেসার উদ্দিন
ডিরেক্টর অফ পাবলিকেশন এন্ড বুক সার্ভিস- খায়রুল হাসান রফিক
সোশ্যাল সার্ভিস ডিরেক্টর- সাফায়াত হোসাইন সাফা
ফ্যামিলি ডেভলপমেন্ট ডিরেক্টর- ড. রিয়াজুল ইসলাম
ডিরেক্টর অফ মুনা অফিস, সেন্টারস এন্ড প্রজেক্টস- ওয়ালিউর রহমান
ডিরেক্টর অফ জাস্টিস এন্ড হিউম্যান ডিগনিটি- জিয়াউল ইসলাম শামিম
মুনা ইয়্যুথ ডিরেক্টর- মাহমুদুল হাসান
ডিরেক্টর অফ ইয়াং সিস্টারস অফ মুনা- ফিরোজা আক্তার পলি
ডিরেক্টর অফ মুনা চিলড্রেন- আলেয়া বেগম সুমি
ডিরেক্টর অফ হিউম্যানিট্রয়ান এইড এন্ড রিলিফ- ডা. আতাউল উসমানি
ডিরেক্টর অফ আইটি ডিপার্টমেন্ট- আব্দুল্লাহ মুকিম
বিভিন্ন ডিপার্টমেন্ট এর অ্যাসিসট্যান্ট ডিরেক্টরবৃন্দ হলেন:
লিডারশিপ ডেভলপমেন্ট- ড. মোহাম্মদ এ মুনিম
রিসার্চ এন্ড অ্যানালাইসিস- আকিব আযাদ
দাওয়াহ এন্ড ফেইথ অ্যাওয়ারনেস- কাজী ইসমাইল
সোশ্যাল সার্ভিস- মোহাম্মদ এ সুজন
এডুকেশন- আবু সামিহা সিরাজুল ইসলাম
ফাইনান্স- শেখ জালাল উদ্দিন
পাবলিকেশন এন্ড বুক সার্ভিস- সাইফুল ইসলাম আজম
ফ্যামিলি ডেভলপমেন্ট- প্রফেসর নজরুল ইসলাম
জাস্টিস এন্ড হিউম্যান ডিগনিটি- এম মাহবুবুর রহমান
মুনা ইয়্যুথ- মশিউর রহমান
ইয়াং সিস্টার অফ মুনা- ড. মাহমুদা শারমিন
মুনা চিলড্রেন- ড. হিবা ইসলাম
হিউম্যানিট্রয়ান এইড এন্ড রিলিফ- নাসির উদ্দিন
৭ টি জোনের জোনাল প্রেসিডেন্টবৃন্দ হলেন:
নিউইয়র্ক সাউথজোন- এমদাদ উল্লাহ
নিউইয়র্ক নর্থজোন- এম রাশেদুজ্জামান
আপস্টেট নিউইয়র্ক- মোহাম্মদ আব্দুল কাইউম
সাউথজোন- ডা. আমিরুল ইসলাম
ইস্টজোন- মাহমুদুল কাদির তফাদার
ওয়েস্টজোন- আব্দুল মান্নান
নর্থজোন- নেসার উদ্দিন
অধিবেশনে মুনা কনভেশন ২০২৫ এর জন্য মজলিশে শূরার পরামর্শক্রমে একটি কমিটি গঠন করা হয়। মুনা কনভেনশন ২০২৫ এর চেয়ারম্যান হিসেবে থাকবেন ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- জিয়াউল ইসলাম শামিম, আব্দুল্লাহ আল আরিফ, ড. মোহাম্মদ রুহুল আমিন, আহমেদ খালেদ হোসাইন, আকিব আজাদ ও মোহাম্মদ নুরুল আনোয়ার। উল্লেখ্য, মুনা কনভেনশন ’২০২৫ অনুষ্ঠিত হবে আগামী ৮, ৯ ও ১০ আগস্ট ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে।
সমাপনী বক্তব্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট সংগঠনের প্রত্যেক সদস্যের মান উন্নয়ন ও জ্ঞান অর্জনের প্রতি বিশেষ নজর দেবার আহবান জানান। এছাড়া সংগঠনের কর্মতৎপরতা বাড়ানোর জন্য পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, দাওয়াতী কাজ ও টিম স্পিরিটের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে মজলিশে শূরার অধিবেশন শেষ হয়।
আপনার মূল্যবান মতামত দিন: