গত শনিবার ১২/১৪/২৪ তারিখে কানেক্টেড এবং ম্যাসাচুসেটস, এই দুই চ্যাপটারের উদ্যোগে দাওয়া ভিজিট সম্পন্ন হয়েছে।
দাওয়া ভিজিটটি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং লজিস্টিক সাপোর্টিং এর মাধ্যমে সহায়তা করেন
ন্যাশনাল এইড এন্ড রিলিফ এর সহকারী পরিচালক নাসির উদ্দিন ।
দাওয়াহ ভিজিটটির নেতৃত্বে ছিলেন ইষ্ট জোনের Education & Leadership এর সহকারী পরিচালক মাওলানা শাহাজান এবং উনাকে সহযোগিতা করেন ইষ্ট জোন কমিউনিকেশন,মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট এর ডিরেক্টর আকবর উদ্দিন ।আরো ছিলেন ম্যাসাচুসেটস চ্যাপটার থেকে আগত মিডিয়া এন্ড কালচারাল ডিরেক্টর আবু তারেক , কাকেকটিকাট চ্যাপটারের দাওয়া ডিরেক্টর মাহরুফ হোসাইন , চ্যাপটারের মিডিয়া এন্ড কালচারাল এর সহকারী পরিচালক আবদুর রহিম, কানেকটিকাট চ্যপাটারের ইয়ুৎ এসোসিয়েট মেম্বার তাওহিদ উদ্দিন। মাওলানা শাহাজানের দোয়ার মাধ্যমে দাওয়াহ প্রোগ্রামটি শেষ হয়।
আকবর উদ্দিন
মুনা ইষ্ট জোন কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল
আপনার মূল্যবান মতামত দিন: