মুনা ২০২৩-২০২৪ সেশনের যাত্রা শুরু

মুনা নিউজ ডেস্ক | ৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২১

মুনা ২০২৩-২০২৪ সেশনের জন্য শপথ নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মুনা ২০২৩-২০২৪ সেশনের জন্য শপথ নিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ

 

গত ১৭ ও ১৮ ডিসেম্বর, ২০২২ মুনার মজলিশে শূরার বিদায়ী সদস্যদের এবং নতুন নির্বাচিত সদস্যদের নিয়ে দু’দিন ব্যাপী মজলিশে শূরার অধিবেশন ন্যাশনাল প্রেসিডেন্টের শপথ ও দায়িত্ব গ্রহণের মাধ্যমে এবং মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি এবং জোন প্রেসিডেন্টদের নিয়োগের মাধ্যমে মুনার ২০২৩-২০২৪ সেশনের যাত্রা শুরু হলো। সংবিধান অনুযায়ী পূর্বেই নির্বাচিত প্রেসিডেন্ট জনাব হারুন অর রশীদ শপথ গ্রহণ করেন এবং তাঁর শপথ পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক নজরুল ইসলাম। নতুন সেশনের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে আছেন আবুল বাশার ফয়জুল্লাহ। ন্যাশনাল এক্সিকিইটিভ ডিরেক্টরের দায়িত্বে আছেন আরমান চৌধুরী। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অপর দু’ কর্মকর্তা দিদারুল আলম এবং রেজাউল করিম। নবনির্বাচিত ন্যাশনাল প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর তিনি নবনির্বাচিত শূরা মেম্বারদের শপথ পড়ান। এরপর তিনি মসলিশ-ই-শূরার সাথে আলোচনা সাপেক্ষে আরমান চৌধুরী, আহমদ আবু উবায়দা এবং আলেয়া বেগম সুমি’কে মসলিশ-ই-শূরার মেম্বার হিসেবে মনোনয়ন দেন। এরপর তিনি ২০২৩-২০২৪ সেশনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত কর্মপরিষদ গঠন করেন। একই সাথে শূরার সাথে পরামর্শক্রমে ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি, ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করেন এবং জোনাল প্রেসিডেন্টদের নিয়োগ দেন ও শপথ বাক্য পাঠ করান। এ ছাড়াও প্রতিটি ডিপার্টমেন্ট এর ডিরেক্টেও ও জয়েন ডিরেক্টর এবং মুনা’র প্রোজেক্টসমূহ ও অন্যান্য সংশিষ্ট শাখার মধ্যেও দায়িত্ব বন্টন করা হয়। নতুন সেশনের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বশীলরা হলেন-

National Assistant Executive Director: Ahmad Abu Ubayda (Member Development)
National Assistant Executive Director: Anisur Rahman
Director of Organization and Office: Abul Basher Faizullah
Director of Education: Imam Delwar Hossain
Director of Educational Institute: Br. Abu Ahmed Nuruzzaman
Director of Communication, Media & Cultural: Anisur Rahman
Director of Finance: Nesar Uddin
Director of Social Service: Abdullah Al Arif
Director of Family Development & Support: Dr. Riajul Islam
Director of Dawah and Faith Awareness: Dr. Muhammad Ruhul Amin
Director of MUNA Centers and Projects: Waliur Rahman
Director of Justice and Human Dignity: Md Ziaul Islam Shameem
Director of Humanitarian & Aid: Dr Ataul Hoque M Osmani
Director of MUNA Youth: Minhajul Azad Aaqib
Director of Young Sisters of MUNA: Rokeya Rahman Rina
Director of Muna Children: Alea Begum Shumi



আপনার মূল্যবান মতামত দিন: