মুনা নিউজার্সি নর্থ প্রেসিডেন্ট সামির উদ্দিনের মৃত্যুতে মুনার শোক প্রকাশ

মুনা সাংগঠনিক ডেস্ক | ৩০ অক্টোবর ২০২৪ ১৫:৫৫

মুনা এনজেএন চ্যাপ্টার সভাপতি সামির উদ্দিননের ইন্তেকাল মুনা এনজেএন চ্যাপ্টার সভাপতি সামির উদ্দিননের ইন্তেকাল


মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা নিউজার্সি নর্থ চ্যাপ্টার প্রেসিডেন্ট সামির উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি বাংলাদেশ সফরে গিয়েছিলেন এবং ২৯ অক্টোবর, মঙ্গলবার নিজ বাসভবনেই ইন্তেকাল করেন।

সামির উদ্দিন বহু বছর ধরে মুনা নিউজার্সি নর্থ চ্যাপ্টার এবং মসজিদসহ কমিউনিটিতে সেবা দিয়ে আসছিলেন ৷

তার মৃত্যুতে মুনার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। এক শোক বিবৃতিতে মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ, মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ-সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য আল্লাহর দরবারে ধৈর্য প্রার্থনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন: