মুনা ব্রুকলীন ওয়েষ্ট চ্যাপ্টারের উদ্যোগে  ঐতিহাসিক সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ৩০ অক্টোবর ২০২৪ ১৩:৪২

সিরাতুন্নবী (সঃ) মাহফিলে উপস্তিত মুসুল্লীদের একাংশ সিরাতুন্নবী (সঃ) মাহফিলে উপস্তিত মুসুল্লীদের একাংশ


মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা ব্রুকলীন ওয়েষ্ট চ্যাপ্টারের উদ্যোগে ঐতিহাসিক সিরাতুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কের ব্রুকলীন ইস্ট সেকেন্ড ,অ্যাভিনিউ সি, ১৭৯ স্কুলে এই মাহফিলের আয়োজন করা হয়ে। 

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, টিভি ব্যক্তিত্ব মুহাদ্দিস মাহমুদুল হাসান।

 

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ নবী রাসুলদের পাঠিয়েছেন পৃথিবীতে ইসলামকে বিজয়ী করার জন্য। এ সময় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ’বাংলাদেশে যেন ইসলাম প্রতিষ্ঠা না হতে পারে তার জন্য ষড়যন্ত্রকারীরা বিশাল জাল তৈরী করে রেখেছেন। তবে যত ষড়যন্ত্রই করুক না কেন ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে ইনশাহআল্লাহ ‘

মাহফিলের বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, ইসলামী চিন্তাবিদ মুনার সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।

 

 

ইমাম দেলোয়ার হোসাইন হাজারো জনতাকে লক্ষ্য করে বলেন রাসুল এসেছেন জুলুম নির্যাতনকে খতম করে দুনিয়াতে শান্তি প্রতিষ্ষ্ঠার জন্য। তিনি দুঃখ করে বলেন আমরা নামাজিরা ঐক্যবদ্ধ নই, কিন্তু আনন্দের সাথে জীবন কাটাতে হলে ঐক্যের বিকল্প নেই। তিনি আরো বলেন রাসুলের আদর্শ ছাড়া অন্য আদর্শ দিয়ে শান্তি আসবেনা।

 

 

অনুষ্ঠানে মুনা নিউইয়র্ক সাউথ জোন সভাপতি সাফায়াত হোসেন সাফা মুনার সাংগঠনিক কাঠামো মুসল্লীদের সামনে তুলে ধরেন।

সিরাতুন্নবী(সঃ) মাহফিলে সভাপতিত্ব করেন মুনা ওয়েষ্ট এর সভাপতি মুজিবুর রহমান রিপন এবং পরিচালনা করেন মুনা ওয়েস্ট এর সেক্রেটারী হেলাল উদ্দীন।



শহীদ উল্লাহ কাইছার

নিউইয়র্ক



আপনার মূল্যবান মতামত দিন: