
(মুনা) ওয়েস্ট জোন ইয়ুথ ডিপার্টমেন্ট এবং লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার (আল ফালাহ মসজিদ) ইয়ুথ বিভাগের এর উদ্যোগে রমজানকে স্বাগত জানিয়ে গত ২৬ শে মার্চ ২০২২ স্থানীয় সময় ১:৩০ মিনিটে এডুকেশন সেশন এর আয়োজন করা হয়। এই এডুকেশন সেশনে আল ফালাহ মসজিদের খতিব হাফিজ উমায়ের, মুনা ওয়েস্ট জোন ইয়ুথ ডিরেক্টর হাসিবুর রহমান ও হলিউড চ্যাপ্টার সেক্রেটারি জিলুর রহমান উপস্থিত ছিলেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: