মুনা মিশিগানের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুনা নিউজ ডেস্ক | ২ জুলাই ২০২৪ ০১:৫৩

মুনা মিশিগান চ্যাপ্টারসমূহের উদ্যোগে ঈদ পুনর্মিলনীতে আগতদের একাংশ মুনা মিশিগান চ্যাপ্টারসমূহের উদ্যোগে ঈদ পুনর্মিলনীতে আগতদের একাংশ

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা মিশিগানে অবস্থিত চ্যাপ্টারসমূহের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুন, রবিবার ওয়ারেন সিটির হলমিচ পার্কে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। প্রায় ২০০০ পুরুষ, মহিলা এবং শিশু ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুনা মিশিগান নর্থ চ্যাপ্টার এর সভাপতি সাহেদুল ইসলাম এবং পরিচালনা করেন ওয়ারেন চ্যাপ্টারের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর।

 

 

ঈদ পুনর্মিলনীতে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দেরা হলেনঃ মুনা ন্যাশনাল সোশ্যাল সার্ভিস এর কো-অর্ডিনেটর ড: জাহাঙ্গীর কবির, মুনা ন্যাশনাল সেন্টার এন্ড প্রজেক্ট বিভাগের ডিরেক্টর ওলিউর রহমান, মুনা নর্থ জোনের সভাপতি খায়রুল হাসান রফিক, এম.সি.এম মসজিদ সভাপতি কমিউনিটি সুপরিচিত ব্যক্তিত্ব ডাঃ রেদোয়ান উদ্দিন, আইওনা মসজিদের ইমাম মোস্তফা আততুর্ক, এমসিএম মসজিদের ইমাম হাফেজ কাসেম ফারুকী, আমদা মসজিদের ইমাম হাফিজ তাজিম খান, মসজিদ আল ফালাহের ইমামদ্বয় আব্দুল লতিফ আজম এবং ইমাম হাফেজ রায়হান উদ্দিন, মসজিদ আল-ফাতহের ইমাম হাফেজ আব্দুল বাসিত চোধুরী, মসজিদ ওসমান বিন আফফানের ইমাম হাফিজ রেজওয়ান আহমদ, মসজিদে আত-তাকওয়ার ইমাম আব্দুল জিন্দানী, সিটি অব ওয়ারেন সাবেক মেয়র ও স্টেইট রিপ্রেজেনটিটিভ পদপ্রার্থী জীম ফাউট, স্টেইট রিপ্রেজেনটিটিভ পদপ্রার্থী টাইলার ফক্স,  স্টেইট রিপ্রেজেনটিটিভ পদপ্রার্থী এটর্নি আয়শা ফারুকী, মেকব কাউন্টি সার্কিট কোর্টের জাজ পদপ্রার্থী এটর্নি সায়মা খলিল, মেকব কাউন্টি কমিশনার প্রার্থী খাজা শাহাবুদ্দিন, মিশিগান আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর মাখন, মিশিগান বিএনপি সেক্রেটারি সেলিম আহমদ, মুনা নর্থ যোন সেক্রেটারি আনোয়ার হোসেন, হেমট্রামিক সিটি কাউন্সিলম্যান মুহিত মাহমুদ এবং মূনার যোনাল  কুরবান সানি চৌধুরী, মাওলানা রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, দায়িত্বশীলা মুহসিনা খান, তৈয়ব আল বারী  ডেট্রয়েট চ্যাপ্টারের সভাপতি শামসুল আলম, হেমট্রামিক চ্যাপ্টারের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

 

 

ঈদ রিইউনিয়নে ছোট বড় সবার জন্য বিভিন্ন ধরনের খেলা-ধুলা, দুপুরের খাবার  ও রেনেসাঁ শিল্পী গোষ্ঠির উদ্যোগে মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনও করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: