মসজিদ রাইয়ান আলোকিত করছে জামাইকা এলাকা

মুনা নিউজ-ডেস্ক | ২ মে ২০২৩ ১৮:২২

মুনা সেন্টার অফ জামাইকা কর্মসূচির একটি মূহুর্ত মুনা সেন্টার অফ জামাইকা কর্মসূচির একটি মূহুর্ত

মুনা সেন্টার অফ জামাইকা, মসজিদ রাইয়ান-এর একটিভিটি জামাইকা এলাকাকে আলোকিত করছে। পবিত্র মাহে রামাদানে চলছে খতমে তারাবীহ। এছাড়াও আল-কুরআন শিক্ষার বিভিন্ন পর্যায়ের ক্লাশ শুরু হয়েছে এবং অন্যান্য কর্মসূচি চলছে এ প্রতিষ্ঠানে। স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় সেন্টারটি ইতিমধ্যে জামাইকা সহ নিউইয়র্ক সিটিতে আলোচনায় উঠে এসেছে।

মুনা সেন্টার অফ জামাইকায় কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- প্রখ্যাত হাফিজদের দ্বারা তারাবীহ’র নামাজ চলছে। আসরের নামাজের পর ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও দোয়া। আল-কুরআন থেকে সাপ্তাহিক আলোচনা। ঈদের জামাত। রামাদানের শেষ দশ দিন কিয়ামুল লাইল। ইয়ুথ প্রোগ্রাম। ইয়াং সিস্টারদের প্রোগ্রাম। কুরআন লার্নিং ক্লাশ। উইকেন্ড ইসলামিক স্কুল ইত্যাদি।



আপনার মূল্যবান মতামত দিন: