
মুনা ন্যাশনাল দাওয়াহ ও আল-কুরআন সেন্টারের উদ্যোগে নিউইয়র্ক, ব্রঙ্কসের ৪ মসজিদ সফর করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সমাজে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমতে পৌঁছেছেন সবাই। মুনা’র পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
গত ১৯ মার্চ-২০২২, শনিবার মুনা ন্যাশনাল দাওয়াহ ও আল-কুরআন সেন্টারের ডিরেক্টর ও চেয়ারম্যান ড. রুহুল আমিন, মুনার ন্যাশনাল এসিসট্যান্ট ডিরেক্টর ওস্তাদ আহমেদ আবু ওবায়দা এবং ওস্তাদ ইব্রাহীম কামারা আফ্রিকান কমিউনিটি এবং ম্যাস’র মসজিদগুলো সফর করেন এবং যৌথ বৈঠকে অংশ নেন।
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: