![ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে ’চিলড্রেন কালচারাল কম্পিটিশন ২০২৪’ এর বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়ার দৃশ্য](https://www.munabulletin.com/uploads/shares/2024/muna_1-2024-04-26-13-05-25.jpg)
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা কানেকটিকাট চ্যাপ্টারের উদ্যোগে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল, রবিবার ওয়ালিংফোর্ডের কমিউনিটি লেক পার্কে এই পূনর্মিলনীর আয়োজন করা হয়।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. রেজাউল করিম রিয়াজ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা কানেকটিকাট প্রেসিডেন্ট মো. আব্দুল নাঈম।
অনুষ্ঠানটি পরিচালনা করেন করেন আটলান্টিক কালচারাল গ্রুপের সদস্য মো. আব্দুর রহিম। এছাড়া নাশিদও পেশ করেন তিনি।
অনুষ্ঠানে ‘চিলড্রেন কালচারাল কম্পিটিশন ২০২৪’ এর বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরষ্কার তুলে দেওয়া হয়।
ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে কানেকটিকাটের বিভিন্ন সিটি থেকে শিশু-কিশোর, অভিভাবক এবং স্থানীয় নেতাকর্মীসহ প্রায় ১২০ জন অংশ নেয়।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া এবং কালচারাল ডিপার্টমেন্ট
আপনার মূল্যবান মতামত দিন: