মুনা ডালাস ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৭ এপ্রিল ২০২৪ ১৬:০১

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত শিশু কিশোরদের একাংশ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত শিশু কিশোরদের একাংশ

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা ডালাস ইস্ট চ্যাপ্টারের উদ্যোগে ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল রবিবার ডালাসের মুনা সেন্টারে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মুনা সেন্টার প্রাঙ্গণে শিশু-কিশোরদের জন্য কুচকাওয়াজসহ বিভিন্ন ধরণের আউটডোর খেলাধূলা এবং ‘কচিকাঁচার আসর’ প্রোগ্রামের আয়োজন করা হয়। 

 

 

অনুষ্ঠানে শিশু কিশোররা স্বতঃস্ফূর্তভাবে কুরআন তেলাওয়াত, নাশীদ পেশ করে। অনুষ্ঠানে আগত সকল শিশু-কিশোরদের মাঝে পুরষ্কারের বিতরণ করা হয়।

 

 

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নারী ও পুরুষদের জন্য পৃথক পৃথক মিলনমেলা, সাক্ষাৎ, কুশলাদি বিনিময় ও প্রীতি আলোচনার আয়োজন করা হয়।

ডালাস ইস্ট চ্যাপ্টারের বোনেরা অনুষ্ঠানে বাসায় তৈরি খাবার, পানীয় ও মিষ্টান্ন সরবরাহের দায়িত্ব নেন। নারী ও পুরুষের জন্য পৃথক দু’টি স্থানে খাবারের আয়োজন করা হয়।

 

 

উপস্থিত অতিথিরা ঈদ পুনর্মিলনী এই আয়োজনকে টেক্সাসের বুকে সর্বস্তরের বাংলাদেশী মুসলমানদের স্বর্গীয় মিলনমেলা বলে উল্লেখ করেন।





আপনার মূল্যবান মতামত দিন: