আল-কুরআন দাওয়াহ সেন্টারের উদ্যোগে এক লক্ষ অনুবাদ কুরআন বিতরণ কর্মসূচী শুরু

মুনা সাংগঠনিক ডেস্ক | ৮ এপ্রিল ২০২৪ ০৫:১৯

আল কুরআন দাওয়াহ সেন্টারের ডিরেক্টর ড. রুহুল আমীন আল কুরআন দাওয়াহ সেন্টারের ডিরেক্টর ড. রুহুল আমীন

’আল-কুরআন দাওয়াহ সেন্টার’ এর উদ্যোগে কুরআনের এক লক্ষ অনুবাদ কপি বিতরণ কর্মসূচী শুরু করা হয়েছে।

আল কুরআন দাওয়াহ সেন্টারের ডিরেক্টর ড. রুহুল আমীন বলেন, আমেরিকার জমিনে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে প্রতি বছর ইংলিশ, স্প্যানিশ ও চায়নিজ ভাষায় কুরআনের অনুবাদ কপি ছাপানো হয়। এবারো অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পোৗছে দিতে ৩ টি ভাষায় কুরআনের অনুবাদ কপি বিনাম্যুল্যে বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে "আল-কুরআন দাওয়াহ সেন্টার"।

কুরআন মাজীদের প্রতিটি কপির জন্য খরচ ৩ ডলার করে খরচ পড়ে বলে জানা গেছে। 

আল-কুরআন দাওয়াহ সেন্টারে দান করার মাধ্যমে অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার এই মহতি কার্যক্রমে সামর্থ অনুযায়ী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 

 

 

https://www.facebook.com/munanational/videos/8190886027593255

 



আপনার মূল্যবান মতামত দিন: