মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে বদর দিবস উপলক্ষ্যে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ৩১ মার্চ ২০২৪ ২১:১৩

আলোচনা সভা ও ইফতার মাহফিলে আগত অতিথিদের একাংশ আলোচনা সভা ও ইফতার মাহফিলে আগত অতিথিদের একাংশ


মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ বুধবার মসজিদে নামিরাহ’তে এই আলোচনা সভা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত ছিলেন জয় বাংলাদেশ এ দ্য বে ওয়েভ সাময়িকীর সম্পাদক প্রকাশক বীর মুক্তিযোদ্ধা স্যার ড. আবু জাফর মাহমুদ ও নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট-২৫ এর কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান।

 

 

অনুষ্ঠানে আবু জাফর মাহমুদ সম্পাদিত বাংলা সামৃয়িকী জয় বাংলাদেশ ও ইংরেজি সাময়িকী দ্য বে ওয়েভ এর সদ্য প্রকাশিত দ্বিতীয় সংখ্যা সুধীবৃন্দের সামনে প্রদর্শন করা করা হয়।

ইফতারের আগে স্যার আবু জাফর মাহমুদ মানুষের জীবন, রাজনীতি, বিশ্বরাজনীতিতে বাংলাদেশের অবস্থান বিষয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি মসজিদ নামিরাহ্’র উন্নয়ন প্রকল্পে তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সম্পৃক্ত থাকার কথা জানান।

একইভাবে বাংলাদেশি কমিউনিটি তথা ২৫ ডিস্ট্রিক্ট এর আওতাধীন বাঙালি মুসলিম সমাজের প্রতি বরাবরের আন্তরিক দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন কাউন্সিলম্যান শেখর। তিনি সবসময় বাংলাদেশি মুসলিমদের পাশে থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটস এর সভাপতি মমিনুল ইসলাম মজুমদার।  

অনুষ্ঠানে মসজিদের ইমাম বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রফিকুল্লাহ, সেন্টার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কায়কোবাদ কবির, অর্থ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, ট্রাস্টিবোর্ড মেম্বার মুহাম্মদ ফখরুল ইসলাম মাছুমসহ মুনা’র দায়িত্বশীল নেতৃবৃন্দসহ পৃথক কক্ষে সর্বস্তরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: