মুনা ব্রুকলীন সাউথ এবং ওয়েষ্ট জোনের যৌথ উদ্যোগে ’বদর দিবস ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত

মুনা নিউজ ডেস্ক | ২৯ মার্চ ২০২৪ ০৯:৪০

ইফতার মাহফিলে আগত মুসল্লিদের একাংশ ইফতার মাহফিলে আগত মুসল্লিদের একাংশ


মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা ব্রুকলীন সাউথ এবং ওয়েষ্ট জোনের যৌথ উদ্যোগে ’বদর দিবস ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ মার্চ সোমবার ১৭ রামাদ্বান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ব্রুকলীন ইসলামী সেন্টার বিআইসিতে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল এ্যাসিসটেন্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবু ওবায়দা।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওবায়দা বলেন, আল্লাহ বদর যুদ্ধ মুসলমানদেরকে সামনে এনে দিয়েছেন এবং বদর সত্য মিথ্যার ফয়সালা করে দিয়েছেন।

তিনি আরো বলেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্র করুক কিন্ত আল্লাহর পরিকল্পনার কাছে তারা পরাজিত।বদরের ইতিহাসকে সর্বত্র ছড়িয়ে দিতে হবে বলে জানিয়ে তিনি আফসোস করে বলেন, আমরা সত্যকে প্রচার করতে ভয় পাই। ইসলাম এমনিতেই আসে নাই অনেক ত্যাগী মুসলমানের রক্তের বিনিময়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাফিস এর বি আই সি ক্যাম্পাসের প্রিন্সিপ্যাল মাহবুবুর রহমান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইমাম জুনায়েদ হোসাইন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মুনা সাউথ চ্যাপ্টার সভাপতি হাসান সরোয়ার্দীন দুলাল।এছাড়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েষ্ট চ্যাপ্টার সভাপতি মুজিবুর রহমান রিপন।

 

শহীদ উল্লাহ কাইছার
নিউইয়র্ক



আপনার মূল্যবান মতামত দিন: