মুনা ইয়ুথ কানেকটিকাট সাব চ্যাপ্টারের উদ্যোগে দাওয়াহ প্রোগ্রাম অনুষ্ঠিত

Muna Youth Connecticut Sub-Chapters Dawah Program

মুনা সাংগঠনিক ডেস্ক | ৫ মার্চ ২০২৪ ১৮:৪০

মুনা ইয়ুথ কানেকটিকাট সাব চ্যাপ্টারের উদ্যোগে দাওয়াহ প্রোগ্রামে আগত তরুনদের একাংশ মুনা ইয়ুথ কানেকটিকাট সাব চ্যাপ্টারের উদ্যোগে দাওয়াহ প্রোগ্রামে আগত তরুনদের একাংশ


তরুনদের অংশগ্রহনে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা ইয়ুথ কানেকটিকাট সাব চ্যাপ্টারের উদ্যোগে দাওয়াহ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত ২ মার্চ ইসলামিক সেন্টার অফ ওয়ালিংফোর্ড কানেকটিকাটে মাগরিব নামাজের পর এই দাওয়াহ প্রোগ্রামের আয়োজন করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দাওয়াহ প্রোগ্রামটি শুরু করা হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তাওহিদ উদ্দিন এবং কুরআনের অনুবাদ করেন তাহসিন উদ্দিন।



দাওয়াহ প্রোগ্রামটি উপস্থাপনা করেন মুনা ইয়ুথ নিউ হেভেন -হেমডেন সাব চ্যাপ্টারের সভাপতি তাশদীদ উদ্দিন।

 

 

দাওয়াহ প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইয়ুথ ইস্ট জোন প্রেসিডেন্ট রেদওয়ান ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্যে তিনি যাতায়াতের সময় সূরা ত্বহা’র তেলাওয়াত শোনার ফজিলত সম্পর্কে বর্ণনা করেন। এছাড়া কিভাবে আমার একমাত্র আল্লাহর কাছ থেকে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এসেছি এবং কিভাবে আবার তার কাছেই ফিরে যেতে হবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনাও করেন মুনা ইয়ুথ ইস্ট জোন প্রেসিডেন্ট।

মুনা কানেকটিকাট চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল নাঈমের সমাপনী বক্তব্য এবং দোয়া মাহফিলের মাধ্যমে প্রোগ্রামটি শেষ হয়।

প্রোগ্রাম শেষে উপস্থিত সকল তরুনদের জন্য পিৎজা পরিবেশন করা হয়।

 

 

আকবর উদ্দীন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট



আপনার মূল্যবান মতামত দিন: