
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা – মুনা ইউথ ইস্ট জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এডুকেশন সেশন। প্রায় ৫০ জনের বেশি তরুনের অংশগ্রহনে মুনা সেন্টার অফ ডেলাওয়্যারে এই এডুকেশন সেশনের আয়োজন করে ইস্ট জোন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানের অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল ইউথ ডিরেক্টর আকিব আজাদ, উস্তাদ আবু সামিহা সিরাজুল ইসলাম, আরকাম রশিদ এবং শেখ আহমেদ। অতিথিরা উপস্থিত তরুনদের উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ের উপর দিক-নির্দেশনমূলক বক্তব্য রাখেন।
এডুকেশন সেশনের সভাপতিত্ব করেন মুনা ইস্ট জোন ইউথ ডিরেক্টর রেদওয়ান ফয়সাল।
তারা ভাতৃত্বপূর্ণ এক পরিবেশে, বিভিন্ন এক্টভিটিজের মাধ্যমে প্রোগ্রামটিকে প্রাণবন্ত করে করে তুলেন।
আকবর উদ্দীন
নিউইয়র্ক
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: