মুনা ইস্ট জোনের উদ্যোগে মান্থলি কালচারাল নাইট শো অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ৩০ জানুয়ারী ২০২৪ ০৫:৫৩

মুনা ইস্ট জোন মিডিয়া এবং কালচারাল ডিপার্টমেন্টের উদ্যোগে মান্থলি কালচারাল নাইট শো’তে অংশগ্রহণকারী শিশু কিশোরদের একাংশ মুনা ইস্ট জোন মিডিয়া এবং কালচারাল ডিপার্টমেন্টের উদ্যোগে মান্থলি কালচারাল নাইট শো’তে অংশগ্রহণকারী শিশু কিশোরদের একাংশ

’মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা’ – মুনা ইস্ট জোন মিডিয়া এবং কালচারাল ডিপার্টমেন্টের উদ্যোগে মান্থলি কালচারাল নাইট শো অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জানুয়ারি রবিবার রাত ৮ টায় ভার্চুয়ালি এই কালচারাল নাইট শো’টির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কানেকটিকাট চ্যাপ্টারের জুনিয়র ইউথ তানজিল নাঈম।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ইস্ট জোন দাওয়া ডিরেক্টর নাসির উদ্দিন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু কিশোরদের উদ্দেশ্যে তিনি গঠনমূলক বক্তব্য দেন।

 

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুনা ইস্ট জোন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর আকবর উদ্দীন।

অনুষ্ঠানের প্রথম সেশন পরিচালনা করেন মুনা ইস্ট জোন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডিরেক্টর আদিল আবদুল্লাহ। দ্বিতীয় সেশনটি পরিচালনা করেন মুনা কানেকটিকাট চ্যাপ্টারের ইউথ লিডার তাশদীদ উদ্দিন।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশু কিশোররা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে শোনায়। সেই সাথে তারা নাশিদ, বক্তৃতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অত্যন্ত উৎসাহের সাথে অংশগ্রহণ করে।

মুনা ইস্ট জোন দাওয়াহ ডিরেক্টর নাসির উদ্দিনের দোয়া মাহফিলের মাধ্যমে মান্থলি কালচারাল নাইট শো‘টি সম্পন্ন হয়।

 

আকবর উদ্দীন
নিউইয়র্ক



আপনার মূল্যবান মতামত দিন: