মুনা ইস্ট জোন কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্টের উদ্যোগে ’মুনা ইস্ট জোন ট্যালেন্ট শো-২০২৩’ অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২৩ ১১:১৩

মুনা ইস্ট জোন ট্যালেন্ট শো-২০২৩’ অংশগ্রহণকারী শিশু শিল্পীদের একাংশ মুনা ইস্ট জোন ট্যালেন্ট শো-২০২৩’ অংশগ্রহণকারী শিশু শিল্পীদের একাংশ

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা ইস্ট জোনের কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্টের উদ্যোগে ’ইস্ট জোন ট্যালেন্ট শো-২০২৩’ অনুষ্ঠিত হয়। ২৮ ডিসেম্বর রাত ৮ টার দিকে জুম অ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি এই ট্যালেন্ট শো’টি অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদারের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

’ইস্ট জোন ট্যালেন্ট শো-২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন-অর-রশীদ। অনুষ্ঠানের প্রধান অতিথি শিশূদের উদ্দেশ্যে নিজের মূল্যবান বক্তব্য পেশ করেন।

 

 

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী, মুনা ইস্ট জোন সেক্রেটারি ফারুক আহমেদ, আটলান্টিক কালচারাল গ্রুপের ডিরেক্টর ইব্রাহিম খলিল, মুনা ইস্ট জোনের মিডিয়া এন্ড কালচারাল ডিরেক্টর আকবর উদ্দীন, মুনা ইস্ট জোনের চিলড্রেন ডিপার্টমেন্ট ডিরেক্টর শামীমা সুলতানা।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিশেষ অতিথি গায়ক হিসেবে অংশ নেন পেন-ভিশন টিভি এবং সাইমুম কালচারার গ্রুপের এক্সেকিউটিভ ডিরেক্টর আব্দুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে তিনি দুটি সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া শিশুদের উদ্দেশ্যে নিজের মূল্যবান বক্তব্য পেশ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মুনা ইয়ুথ নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের হাদি খান, ভার্জিনিয়া চ্যাপ্টারের মারইয়াম তফাদার এবং পেনসিলভেনিয়া নর্থ চ্যাপ্টারের সামিহা আয়মান।

অনুষ্ঠানে শিশু শিল্পীরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এছাড়া ইসলামিক ইতিহাস, সঙ্গীত এবং নাসিদ উপস্থাপন করে অংশগ্রহণকারী শিশু শিল্পীরা।

মুনা ইস্ট জোনের মিডিয়া এন্ড কালচারাল ডিরেক্টর আকবর উদ্দীনের সমাপনী বক্তব্য এর মধ্য দিয়ে ’ইস্ট জোন ট্যালেন্ট শো-২০২৩’ অনুষ্ঠানটি শেষ হয়।

 

’ইস্ট জোন ট্যালেন্ট শো-২০২৩’ অনুষ্ঠানটির সম্পূর্ণ  ভিডিও

https://www.facebook.com/MUNAEastZone/videos/291271226776293/

 


আকবর উদ্দীন

নিউইয়র্ক



আপনার মূল্যবান মতামত দিন: