
ফেব্রুয়ারী ২০২২ -এ ব্রুকলীন ওয়েস্ট চেপ্টারের সকল সাব- চেপ্টার দায়িত্বশীলদের নিয়ে ৭১৫ চার্চ এভিনিউ (বি আই সি) তে এক মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। চেপ্টার সভাপতি জনাব সাইফুল আলম আজমের সভাপতিত্বে এবং চেপ্টার সেক্রেটারি মজিবুর রহমান রিপনের পরিচালনায় মাওলানা জসিমের কোরআন তেলায়াতের মধ্য দিয়ে প্রোগ্রাম শুরু হয়। সকল সাব- চেপ্টারের সভাপতি, সেক্রেটারী, বায়তুলমাল সম্পাদক ছাড়াও চেপ্টার কর্ম পরিষদ সদস্যগণ উপস্থিত ছিলেন । জোন বায়তুলমাল সম্পাদক এবং ব্রুকলিন সাউথ চেপ্টারের সম্মানিত তত্বাবধায়ক জনাব এ কে এম সাইফুল আলমও উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: