মুনার নতুন দুটি ডিপার্টমেন্টের আত্মপ্রকাশ, শপথ নিলেন দুই ডাইরেক্টর

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২৩ ০০:৩৭

নতুন দুটি ডিপার্টমেন্টের শপথ নিচ্ছেন ডাইরেক্টরদ্বয় নতুন দুটি ডিপার্টমেন্টের শপথ নিচ্ছেন ডাইরেক্টরদ্বয়

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা - মুনা’র নতুন দুটি ডিপার্টমেন্ট আত্মপ্রকাশ করেছে। একটি ডিপার্টমেন্ট হচ্ছে ‘হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ’, অন্যটি ‘মুনা রিচার্স এন্ড এনালাইসিস ডিপার্টমেন্ট’। রবিবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিশে শুরা’র সভায় এই নতুন দুটি ডিপার্টমেন্ট এর নাম ঘোষণা করা হয়। সেই সাথে এই দুই ডিপার্টমেন্ট এর দায়িত্ব দিয়ে দুজন ডাইরেক্টরকে শপথ পড়ানো হয়।

মজলিশে শূরার অধিবেশনে প্রেসিডেন্ট হারুন অর রশিদের অনুরোধক্রমে নতুন ডাইরেক্টরদ্বয়কে শপথ বাক্য পাঠ করান সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট আবু আহমাদ নুরুজ্জামান। শপথবাক্য পাঠের সময় ন্যাশনাল প্রেসিডেন্ট ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ। হিউমেনিটেরিয়ান এইড এন্ড রিলিফ ডিপার্টমেন্ট এর ডাইরেক্টর হিসেবে শপথ নেন ডা. আতাউল ওসমানী। মুনা রিচার্স এন্ড এনালাইসিস ডিপার্টমেন্ট এর ডাইরেক্টর হিসেবে শপথ নেন ড. নাকিবুর রহমান তারেক। 



আপনার মূল্যবান মতামত দিন: