মুসলমি উম্মাহ অফ র্নথ আমরেকিা – মুনা’র সেন্টার অফ জ্যাকসন হাইটস প্রতিষ্ঠিত ও পরিচালিত নতুন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ নামিরাহ’র ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল মসজিদ ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের কাছ থেকে ২ লাখ ডলারের মতো অর্থ প্রতিশ্রুতি পাওয়া যায়। ৪ নভেম্বর, শনিবার বাদ মাগরিব মসজিদ নামিরাহ’র ফান্ড রেইজিং ডিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন।
এছাড়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা নিউইয়র্ক নর্থ জোনের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান, বিএমএএনএ নিউইয়র্ক-চ্যাপ্টারের সভাপতি ডা. আতাউল হক ওসমানী, মাদানী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলাম সারওয়ার, মুনা নিউইয়র্ক নর্থ জোনের অফিস সম্পাদক দিদারুল আলম ও মুনা এস্টোরিয়া চ্যাপ্টারের সভাপতি আব্দুস সবুর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুনা সেন্টার অফ জ্যাকসন হাইটসের সভাপতি মমিনুল ইসলাম মজুমদার।
যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টারের সাধারণ সম্পাদক কায়কোবাদ কবীর ও অর্থ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানটি হামিদুর রহমান হামিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এছাড়াও অনুষ্ঠানে মসজিদ নামিরাহ’র শিক্ষার্থীরাও কোরআন তেলাওয়াত করেন।
অনুষ্ঠানে অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন। ইসলামের আলোকে মসজিদ প্রতিষ্ঠা এবং ইহকাল পরকালের লাভ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত মুসল্লী নর-নারীগণ মসজিদ নামিরাহ’র জন্য ২ লাখ ডলারের মতো অর্থ দানের প্রতিশ্রুতি দেন। এদের মধ্যে কেউ কেউ ১০ হাজার, কেউ ৫ হাজার বা ২/৩ হাজার ডলারের প্রতিশ্রুতি দেন।
সবশেষে বিশ্বশান্তি কামনা করে ইমাম দেলোয়ার হোসাইনের দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
আপনার মূল্যবান মতামত দিন: