মুনা’র ন্যাশনাল কনভেনশন ২০২৩’র রেজিস্ট্রেশন শুরু

মুনা নিউজ ডেস্ক | ৭ মে ২০২৩ ১৪:২৮

ফাইল ছবি ফাইল ছবি

পৃথিবী স্তব্ধ করা করোনা পেন্ডেমিকের পর গত ৬ ফেব্রুয়ারী রেজিস্ট্রেশন শুরুর মধ্য দিয়ে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা’র ন্যাশনাল কনভেনশন ২০২৩’র শুভ সূচনা হয়েছে। মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন-অর রশিদ প্রায় শতাধিক ভার্চুয়াল অংশগ্রহণকারী জনশক্তির উপস্থিতিতে ন্যাশনাল কনভেনশন ২০২৩’র শুভ সূচনার কথা ঘোষণা করেন। সোমবার রাত ৯টায় পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে ন্যাশনাল ইমার্জেন্সি মিটিং শুরু করেন মুনা’র ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর সিপিএ আরমান চৌধুরী, তিনি উদ্বোধনী বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন ন্যাশনাল এসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমাদ আবু ওবায়দা। পর্যায়ক্রমে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুনা’র সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ডা. সাঈদুর রহমান চৌধুরী, আবু আহমাদ নুরুজ্জামান প্রমুখ। ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন অর রশিদ বলেন, মুনা’র ঐতিহ্য বজায়ে রেখে এ বছর ন্যাশনাল কনভেনশনে ইয়ুথ এবং ইয়াং সিস্টারদের জন্য সম্পূর্ণ পৃথক ব্যবস্থা রাখা হবে। তাদের উপযোগী বিশ্বখ্যাত স্কলারদের উপস্থাপনাএবং অন্যান্য উপভোগ্য ধারাবাহিক কর্মসূচির কথা জানান তিনি। তিনি জুম মিটিংএ অংশগ্রহণকারী সবাইকে রেজিস্ট্রেশনের আহবান জানিয়ে বলেন, প্রথমে নিজেরা ভূমিকা রাখতে হবে এরপর মানুষদের আহবান জানাতে হবে।

 

প্রকাশকাল : জানুয়ারী ২০২৩



আপনার মূল্যবান মতামত দিন: