মান্থলি কালচারাল নাইটে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ
সম্প্রতি মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র ইস্ট জোনের উদ্যোগে মান্থলি কালচারাল নাইটের আয়োজন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর শনিবার, জুম অ্যাপসে ভার্চুয়ালি এই মান্থলি কালচারাল নাইট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা ইস্টজোন কমিউনিকেশন, মিডিয়া এন্ড ডিপার্টমেন্ট ডিরেক্টর আকবর উদ্দিন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুনা ইস্টজোন আটলান্টিক কালচারাল গ্রুপের সদস্য বুরহান আহমেদ।
’রবিউল আওয়াল মাসের গুরুত্ব’ এবং ’মহানবী (সাঃ) এর শিক্ষা কেন আমাদের অনুসরণ করতে হবে’ এই বিষয়ে মূল্যবান বক্তব্য পেশ করেন মুনা ইস্টজোন সম্পাদক ফারুক আহমেদ।
অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মুনা ইউথ সিটি চ্যাপ্টারের সদস্য তাওহিদ উদ্দিন।
মান্থলি কালচারাল নাইট অনুষ্ঠানে নাত-ই-রাসুল উপস্থাপন করেন তাজুল ইসলাম শাকের, ফারুক আহমেদ, আদিল এসজে, আবদুর রহিম এবং ফজলুল আহমেদ। কবিতা আবৃতি করেন নজরুল ইসলাম ও শাহ মিজান।
এছাড়া শিশু কিশোররাও নাত-ই-রাসুল, বক্তৃতা এবং কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
মুনা ইস্টজোন সম্পাদক ফারুক আহমেদের সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
আপনার মূল্যবান মতামত দিন: