বাংলাদেশী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কমিউনিটির ব্যাপক অংশগ্রহণে মুনা আপস্টেট নিউইয়র্ক জোনের দু’টি ওয়েলকাম রামাদান অনুষ্ঠিত হয় গত ১৭ মার্চ, শুক্র এবং ১৮ মার্চ, শনিবার। বাফেলো শহরে ওয়ালডেনস্থ বাফেলো ইসলামিক কালচারাল সেন্টার এবং ব্রডওয়ের ডাউনটাউন ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত ওয়েলকাম রামাদান অনুষ্ঠানে পাঁচ শতাধিক নারী-পুরুষ, শিশু-কিশোরের সমাগম ঘটে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা’র ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইমাম এবিএম ফায়জুল্লাহ। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জোন প্রেসিডেন্ট মাওলানা আব্দুল কাইয়ুম, বিআইসিসি, মসজিদ বায়তুল আমানের খতিব মাওলানা এএসএম সিরাজুল ইসলাম, ডাউনটাউন ইসলামিক সেন্টারের খতিব ড.এটিএম ফখরুদ্দিন, সাবেক ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন খাদেম প্রমুখ।ওয়েলকাম রামাদান অনুষ্ঠানে আলোচকগণ আসন্ন রামাদানের গুরুত্ব, করণীয়, বর্জনীয় নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন। আত্মসুদ্ধির মাধ্যমে অতীতের গুনাখাতা মাফ করাতে পারলেই প্রকৃত অর্থে রমদান মাসের হক আদায় করা হবে উল্লেখ করে বক্তাগণ।
প্রকাশকাল : জানুয়ারি ২০২৩
আপনার মূল্যবান মতামত দিন: