মুনা নায়াগ্রা কালচারাল গ্রুপের উদ্যোগে সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৪৭

মুনা নায়াগ্রা কালচারাল গ্রুপের উদ্যোগে সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত মুনা নায়াগ্রা কালচারাল গ্রুপের উদ্যোগে সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত


মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র নায়াগ্রা কালচারাল গ্রুপের উদ্যোগে একটি সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৬ সেপ্টেম্বর, শনিবার মুনার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীগোষ্ঠীর শিল্পীদের  নিয়ে ভার্চুয়ালি এবং সরাসরি প্রোগ্রামটির আয়োজন করা হয়।

মুনা কমিউনিকেশন মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল ডিরেক্টর আনিসুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শুরু হয়।

 

অনুষ্ঠানে কোরআন হাদীসের আলোকে ইসলামী সংস্কৃতি ও আমাদের কি করণীয় এ নিয়ে আলোচনায় করেন ডঃ আ, জ, ম, ওবায়েদুল্লাহ।

 

এছাড়া কর্শশালায় গানের সুর তাল লয় ও চর্চা নিয়ে আলোচনায় করেন হাসিনুর রব মানু। কবিতা,গানের ছন্দ, উপমা ও লেখার কৌশল নিয়ে আলোচনায় করেন অধ্যাপক আবু তাহের বেলাল। শুদ্ধ উচ্চারন উপস্থাপনা,গান প্রশিক্ষন, প্রোডাকশন ও প্রাসংগিক কথা নিয়ে আলোচনা করেন অধ্যাপক সাইফুল্লাহ মানছুর।

 

অনুষ্ঠানে নায়েগ্রা কালচারাল গ্রুপের সদস্যরা ইসলামী গান পরিবেশনা এবং পরিচালকের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মশালাটি শেষ হয়।

অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে মুনার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা সরাসরি এবং ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

 

আনিসুর রহমান গাজী
ন্যাশনাল ডাইরেক্টর, কমিউনিকেশন, মিডিয়া এন্ড কালচারাল ডিপার্টমেন্ট



আপনার মূল্যবান মতামত দিন: