স্মরণাতীত কালের মানবধ্বংসী তুষার ঝড় বয়ে গেল গ্রেটার বাফেলো অঞ্চলে। ঝড়ের তীব্রতা, ধ্বংসযজ্ঞ এবং জনজীবনকে থমকে দেয়া এমন ঘটনা বিশ্বজুড়েমিডিয়াগুলোতে ব্যাপক ভাবে প্রচার হয়েছে। অর্ধ শতাধিক মানুষের জীবন হানীর পাশাপাশি প্রকৃতির এ তান্ডব লীলায় বিধ্বংস্ত মানুষের সহযোগিতায় যারা জীবন বাজি রেখে সেবা দিয়েছেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা’র নিউইয়র্ক আপস্টেট জোনের জনশক্তির ভূমিকা বিশেষ উল্লেখযোগ্য। বিদ্যুৎহীন অবস্থায় শীতে জমে যাওয়া মানুষদের উষ্ণ অঞ্চলের স্থানান্তর করা থেকে শুরু করে ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া, ঔষধ সরবরাহ, গ্যাস সিলিন্ডার, রাইড সাপোর্ট, বরফে আটকে পরা মানুষদের ঘরের দরজা, ড্রাইভওয়ে পরিস্কার করার মত অনেক কাজ করেছে মুনার জনশক্তি। মুনার নেতা কর্মীদের বাসায় রান্না করা খাবার স্থানীয়দের ঘরে ঘরে পৌঁছে দেয়া হয় যা প্রতিবেশীদের কাছে ছিল অবিশ্বাস্য। আপস্টেট নিউইয়র্ক জোন, সোস্যাল সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত নিয়াজ মাখদুমের নেতৃত্বে ধারাবাহিক চারদিন শহরব্যাপী সেবা দান কর্মসূচি অব্যাহত রাখা হয়। উল্লেখ্য, মানবতা স্তব্ধকারী এ তুষার ঝড়ের কথা উল্লেখ করে মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন-অর রশিদ নিউইয়র্ক আপস্টেট জোনের সোস্যাল সার্ভিসের জন্য ১০ হাজার ডলার দেয়ার কথা ঘোষণা করেন।
প্রকাশকাল : জানুয়ারী ২০২৩
আপনার মূল্যবান মতামত দিন: