আপস্টেট নিউইয়র্ক জোনে’র দায়িত্ববন্টন সম্পন

আপস্টেট নিউইয়র্ক জোনে’র দায়িত্ববন্টন সম্পন

মুনা নিউজ ডেস্ক | ৬ মে ২০২৩ ০০:৩৭

ফাইল ছবি ফাইল ছবি

 

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, মুনা’র সপ্তম জোনের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সংগঠনের সম্প্রসারণ ঘটেছে। নতুন জোনের নাম ‘আপস্টেট নিউইয়র্ক জোন’। সম্প্রতি সংগঠনের মজলিশে শুরার সিদ্ধান্ত এবং ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন-অর রশিদের নির্দেশনায় শপথবাক্য পাঠের মাধ্যমে আপস্টেট নিউইয়র্ক জোনের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি ২০২৩-২০২৪ সেশনের দায়িত্ব পালনের জন্য মনোনীত হয়েছেন। গত ৭ জানুয়ারী শনিবার বিকেলে বাফেলো শহরের মুনা’র সেন্টার বিআইসিসি’তে নতুন জোনের সেটআপ সম্পন্ন হয়। এতে ৫ চ্যাপ্টারের প্রেসিডেন্ট ও সেক্রেটারীদের মনোনয়ন দেয়া হয়। উপস্থিত সদস্য-সদস্যা এবং সিনিয়র সদস্য-সদস্যাদের পরামর্শের ভিত্তিতে চ্যাপ্টার প্রেসিডেন্টদের মনোনয়ন দেন ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন-অর রশিদ। তিনি জুমের মাধ্যমে প্রেসিডেন্টদের শপথবাক্য পাঠ করান। এরপর পাঁচ চ্যাপ্টারের প্রেসিডেন্টবৃন্দ নিজ নিজ চ্যাপ্টারের সদস্য-সদস্যাদের পরামর্শের ভিত্তিতে সেক্রেটারীদের মনোনয়ন দেন।

 

 

প্রকাশকাল : ডিসেম্বর ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: