ইস্ট জোন ভার্চুয়াললিডারশীপ এডুকেশন সেশন সম্পন

ইস্ট জোন ভার্চুয়াললিডারশীপ এডুকেশন সেশন সম্পন

মুনা নিউজ ডেস্ক | ৬ মে ২০২৩ ০০:২৯

ফাইল ছবি ফাইল ছবি

 

ইস্ট জোনের ভার্চুয়াল লিডারশীপ এডুকেশন সেশন ২০২৩ গত ২৯ জানুয়ারী, সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত এডুকেশন সেশনআল-কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদার উদ্বোধনী বক্তব্য রাখেন। মডারেটর ছিলেন ইস্ট জোন সেক্রেটারী ফারুক আহমেদ ও ইস্ট জোন এডুকেশন ডিরেক্টর ইব্রাহীম খলিল। দেড় শতাধিক অংশগ্রহণকারীদের ভার্চুয়াল লিডারশীপ সেশনে অতিথি বক্তাগণের মধ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট মুহতারাম হারুন-অর রশিদ, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবুল ফায়জুল্লাহ, সাবেক ন্যাশনাল প্রেসিডেন্ট ও ন্যাশনাল এডুকেশন এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট ডিরেক্টর ইমাম দেলোয়ার হোসাইন এবং ন্যাশনাল এডুকেশন এন্ড লিডারশীপ ডেভেলপমেন্ট জয়েন্ট ডিরেক্টর শেখ আবু সামিহাহ সিরাজুল ইসলাম। লিডারশীপ এডুকেশন সেশনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল- ‘যে নেতৃত্ব প্রেরণা যোগায়’, অনুষ্ঠানের শেষ পর্বে ইস্ট জোন সেক্রেটারী ফারুক আহমেদের পরিচালনায় মোহাসাবাহ এবং সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে এডুকেশন সেশনের সমাপ্তি ঘটে।

 

 

প্রকাশকাল : জানুয়ারী ২০২৩



আপনার মূল্যবান মতামত দিন: