নিউইয়র্ক নর্থ জোন লিডারশীপ এডুকেশন সেশন

নিউইয়র্ক নর্থ জোন লিডারশীপ এডুকেশন সেশন

মুনা নিউজ ডেস্ক | ৫ মে ২০২৩ ২৩:৪৯

ফাইল ছবি ফাইল ছবি

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)’র লিডারশীপ এডুকেশনাল সেশনে আলোচকবৃন্দ বলেছেন, দুনিয়ার জীবনখুবই সীমিত, মানুষের আসল স্থান হলো আখেরাত। আখেরাতের অনন্ত জীবন সুন্দর ও স্বার্থক করার লক্ষ্যে দুনিয়াতে অনৈতিক কাজ পরিহার করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। গত ১৪ জানুয়ারী দিনব্যাপী নিউইয়র্ক নর্থ জোন লিডারশীপ এডুকেশন সেশন-এ আলোচকবৃন্দ এ সব কথা বলেন। নিউইয়র্ক নর্থ জোনের কার্যালয়ে অনুষ্ঠিত এডুকেশন সেশনে সভাপতিত্ব করেন নিউইয়র্ক নর্থ জোন সভাপতি রাশেদুজ্জামান রাশেদ। পুরুষ ও মহিলাসহ প্রায় তিনশত লোকের উপস্থিতিতে বিষয় ভিক্তিক আলোচনা করেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশিদ, সাবেক ন্যাশনাল প্রেডিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট মাওলানা এবিএম ফয়েজ উল্লাহ, ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আবু সামীহাহ সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নর্থ জোন সেক্রেটারী মাওলানা তোয়াহা আমিন খান।

 

 

প্রকাশকাল : জানুয়ারী ২০২৩



আপনার মূল্যবান মতামত দিন: