
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র সেন্টার অফ ইস্ট ফ্ল্যাটবুশ এর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ব্রুকলিনের ইস্ট ফ্ল্যাটবুশ মসজিদ বায়তুস সালামে এই মাহফিল অনুষ্ঠিত হয়।
তাফসীরুল কুরআন মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা লুৎফর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুনা নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি সাফায়েত হোসেন সাফা, প্রফেসর কাজী ইসমাইল, মাওলানা এমদাদ উল্লাহ, ইমাম শামসুদ্দোহা সাহেব প্রমুখ।
পশ্চিমা দেশে ইসলামের আলোকে বাচ্চাদের কিভাবে গড়ে তুলতে হবে, এই বিষয়ের উপর নিজের জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেন প্রধান অতিথি মাওলানা লুৎফর রহমান ।
তিনি আরো বলেন, ছোট বেলা থেকেই যদি বাচ্চাদের কুরআনের ফাউন্ডেশন দেওয়া হয়, পরবর্তীতে বিজ্ঞানের শাখা প্রশাখায় জ্ঞান আহরণ করলেও কুরআনের ঢেঁকুর একদিন ওই মানুষটির মুখে আসবেই। এছাড়াও বাচ্চাদের আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য পরামর্শ দেন তিনি।
মাহফিলের প্রথম অংশ পরিচালনা করেন মসজিদের সেক্রেটারি সফিউল আজম এবং দ্বিতীয় অংশ পরিচালনা করেন চ্যাপ্টার সভাপতি আনিসুর রহমান।
তাফসীরুল কুরআন মাহফিলের বিশেষ আকর্ষণ ছিলো ছোটদের সাংস্কৃতিক পরিবেশনা। সামার স্কুলের খুদে বন্ধুরা সাংস্কৃতিক পর্বে বিভিন্ন পরিবেশনা করে। । এর মধ্যে উল্লেখযোগ্য ছিলো কুরআন তেলাওয়াত, হাদীস পাঠসহ বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা।
নুরুল আনোয়ার
নিউইয়র্ক
আপনার মূল্যবান মতামত দিন: