সিরিয়া-তুর্কীয়া’র মানবতার সাহায্যে কাজ করছে মুসলিম উম্মহ অফ নর্থ আমেরিকা, মুনা

সিরিয়া-তুর্কীয়া’র মানবতার সাহায্যে কাজ করছে মুসলিম উম্মহ অফ নর্থ আমেরিকা, মুনা

মুনা নিউজ ডেস্ক | ৫ মে ২০২৩ ২৩:৪৬

ফাইল ছবি ফাইল ছবি

 

সিরিয়া-তুর্কীয়া’র মানবতার সাহায্যে মাঠে নেমেছে মুনা। নর্থ আমেরিকা হিউম্যান এইড এন্ড রিলিফ- নাহার’র মাধ্যমে সাহায্য সামগ্রী সংগ্রহে মুনার জনশক্তি ইতিমধ্যে কাজ শুরু করেছে। মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন-অর রশিদের সাংগঠনিক আহবানের সাথে সাথে স্টেটে স্টেটে মুনা’র নেতা-কর্মীরা নিজেদের সামর্থানুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এর পাশাপাশি মসজিদ, ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রতিবেশীদেরকে সিরিয়া-তুর্কীয়া’র দুর্গত মানুষদেরকে নাহারের মাধ্যমে সাহায্য দানের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে তারা। গত ৬ ফেব্রুয়ারী, সোমবার স্থানীয় সময় ভোর রাতে প্রথমে ৭.৮ মাত্রা এবং পরে ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে সিরিয়া ও তুর্কীয়া’ র সীমান্তবর্তী অঞ্চলে, যেখানে সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা লাখ লাখ মানুষ আশ্রয় নিয়েছিলেন। সর্বশেষ প্রাপ্ত সংবাদে, মৃতের প্রকৃত সংখ্যা জানা না গেলেও আনুমানিক ৪০ হাজারের মতো মানুষ এ ভূমিকম্পে প্রাণ হারাতে পারে। আহত এবং ক্ষতিগ্রস্তদের সংখ্যা অর্ধকোটি ছাড়িয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

 

 

প্রকাশকাল : জানুয়ারী ২০২৩



আপনার মূল্যবান মতামত দিন: