মুনা’র তিনব্যাপী কনভেনশন-২০২৩

মুনা’র তিনব্যাপী কনভেনশন-২০২৩

মুনা নিউজ ডেস্ক | ৫ মে ২০২৩ ২৩:২৮

ফাইল ছবি ফাইল ছবি

 

মুসলিম উম্মাহ নর্থ অফ আমেরিকা (মুনা) আগামী বছর কনভেনশন-এর আয়োজন করছে। ‘আল-কোরআন গাইডেন্স ফর হিউম্যানিটি’ মূল থি নিয়ে ২০২৩ সালের ১৮-২০ আগষ্ট যথাক্রমে শুক্র, শনি ও রোববার পেনসিলভেনিয়া কনভেনশন সেন্টারে তিনদিনব্যাপী মুনা কনভেনশন অনুষ্ঠিত হবে। এজন্য প্রাথমিক সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আগামী দিনগুলোতে কনভেনশন বিষয়ক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রসঙ্গত, করোনা মহামারীর জন্য তিন বছর পর এই কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। জ্যাসকহন হাইটসের একটি পর্টি হলে সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে মুনা নেতৃবৃন্দ উপরোক্ত তথ্য জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুনা’র ন্যাশনাল এক্সিকউটিভ ডাইরেক্টর ও মুনা কনভেনশন-২০২৩ এর চেয়ারম্যান আরমান চৌধুরী সিপিএ। এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট হারুন অর রশীদ। মুনা’র মজলিশ শুরা মেম্বার এম, এম, মাওলা সুজন মঞ্চে উপবিষ্ট ছিলেন।

 

 

প্রকাশকাল :  নভেম্বর ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: