মুনা ইস্ট জোনের রিজিওনাল ওয়ার্কশপ সম্পন্ন

মুনা নিউজ ডেস্ক | ৫ মে ২০২৩ ২২:০৭

ফাইল ছবি ফাইল ছবি

মুনা ইস্ট জোন, ম্যাসাচুসেটস এবং কানেকটিকাট চ্যাপ্টারের যৌথ উদ্যোগে রিজিওনাল ওয়ার্কশপ গত ১৬ অক্টোবর, রবিবার বেলা ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কানিকটিকাটের ওয়ালিংফোর্ডে অনুষ্ঠিত হয়। মুনা কানেক্টিকাট প্রেসিডেন্ট জনাব আব্দুল নাইমের সভাপতিত্বে অনুস্টিত ওয়ার্কশপ শুরু হয় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত পেশ করেন জনাব আকমল আলী। অতঃপর সভাপতি জনাব আব্দুল নাইম স্বাগত বক্তব্য পেশ করেন। দুটি সেশনে অনুষ্ঠিত ওয়ার্কশপের ১ম সেশনে মেথডলজি অফ দারসুল কুরআন এবং ২য় সেশনে উলুম-উল হাদীস বিষয় দুটির উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন প্রধান মেহমান, মুনা ন্যাশনাল দাওয়াহ এন্ড ফেইথ এওয়ারনেস ডিপার্টমেন্টের সম্মানিত ডাইরেক্টর প্রোফেসর ডক্টর মোহাম্মাদ রুহুল আমীন। বিশেষ অথিতি হিসেবে আলোচনা পেশ করেন মুনা ইস্ট জোন চ্যাপ্টারের সভাপতি এবং ইস্ট জোন এডুকেশন এন্ড লিডারসীপ ডিপার্টমেন্টের মেম্বার জনাব মাওলানা মোহাম্মাদ শাহজাহান। শুভেচ্ছা বক্তব্য রাখেন মুনা ন্যাশনাল অফিস সহকারী জনাব কামাল হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন কানেক্টিকাট চ্যাপ্টার সেক্রেটারী ও ইস্ট জোনের এডুকেশন এন্ড লিডারশীপ ডিপার্টমেন্টের সদস্য প্রিন্সিপাল মজির উদ্দীন।মোনাজাতের মাধ্যমে ওয়ার্কশপের কার্যক্রম সমাপ্ত হয়।

 

প্রকাশকাল :  অক্টোবর ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: