ফ্যামিলি ডেভেলপমেন্ট এন্ড সাপোর্ট ডিপার্টমেন্টের প্রি-ম্যারিজ সেমিনার

মুনা নিউজ ডেস্ক | ৫ মে ২০২৩ ২১:৫৬

ফাইল ছবি ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বর্তমান সমাজে সন্তানদের বিয়ে বিমূখতা কমাতে মুনা’র ন্যাশনাল ফ্যামিলি ডেভেলপমেন্ট এন্ড সাপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এক প্রি-ম্যারিজ সেমিনারের আয়োজন করা হয়। গত ১০ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৮:৩০ মিনিটে জুম এবং মোবাইল ফোনে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সেমিনারে প্রধান আলোচক ছিলেন প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি ‘স্টেপ অফ ম্যারেজ একর্ডিং টু কুরআন এন্ড সুন্নাহ ইন দ্য ওয়েস্টার্ন সোসাইটি’ টপিকের উপর বাস্তবধর্মী এবং গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। অপর বক্তা ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম ‘ইনট্রুডিউসিং মুনা ম্যাটরিমোনিয়াল সার্ভিসেস’ বিষয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগ্রহীরা ভার্চ্যুয়াল এ মিটিংএ অংশ নেন।

 

প্রকাশকাল :  অক্টোবর ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: