মিশিগান নর্থ এবং ওয়ারেন চাপ্টারের এডুকেশন সেশন অনুষ্ঠিত

মুনা নিউজ ডেস্ক | ৫ মে ২০২৩ ১১:৩১

ফাইল ছবি ফাইল ছবি

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মিশিগান নর্থ চ্যাপ্টার এবং ওয়ারেন চাপ্টারের যৌথ উদ্যোগে গত ২৫শে সেপ্টেম্বর এক এডুকেশন সেশন ইসলামিক সেন্টার অফ ওয়ারেন এ অনুষ্ঠিত হয়। জনাব সাহেদুল ইসলাম এর সভাপতিত্বে এবং মহিবুল হাসান চৌধুরীর পরিচালনায় প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন মুনা’র ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আনিসুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দারসুল কুরআন পেশ করেন নর্থ জোন সভাপতি জনাব মাওঃ খাইরুল হাসান রফিক।

 

প্রকাশকাল :  সেপ্টেম্বর ২০২২



আপনার মূল্যবান মতামত দিন: