বিশ্বের বিশিষ্ট ইসলামিক স্কলার এবং বিশ্ব মুসলিম উম্মাহর অন্যতম অভিভাবক আল্লামা ড. ইউসুফ আল কারযাবী গত ২৭ সেপ্টেম্বর আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিয়ুন। ড. কারযাবীর মৃত্যুতে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা(মুনা) এক শোক বার্তা প্রদান করেছে। মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট জনাব হারুন অর রশিদ এবং ন্যাশনাল এক্সিকিউটিভ ডাইরেক্টর আরমান চৌধুরী উক্ত শোক বার্তায় বলেন, আল্লামা ড. ইউসুফ আল কারযাবীর মৃত্যুতে মুসলিম বিশ্ব একজন অভিভাবক এবং একজন বিখ্যাত ইসলামিক স্কলারকে হারিয়েছে, যা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য এক অপুরনীয় ক্ষতি। মুনার দায়িত্বশীলগন তাদের শোক বার্তায় ড. কারযাবীর সমস্ত দ্বীনি খেদমত যেন আল্লাহ তা’আলা কবুল করেন এবং আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মেহমান হিসাবে মযার্দা দান করেন সেজন্য আল্লাহর দরবারে দোয়া করেন। সাথে সাথে তাঁর সকল আতœীয়-স্বজন, গুনগ্রাহী এবং প্রিয়জনদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।
প্রকাশকাল : সেপ্টেম্বর ২০২২
আপনার মূল্যবান মতামত দিন: