আমরা কি এমনিতেই এদেশে এসে পরেছি; না-কি আল্লাহর ইচ্ছায় এসেছি? এমন প্রশ্ন রেখে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার ন্যাশনাল প্রেসিডেন্ট হরুন অর রশিদ বলেন, ‘আমাদেরকে নিয়ে আল্লাহর পরিকল্পনা রয়েছে’। তিনি বলেন, এদেশে সাধারণদের মাঝে ইসলামের সৌন্দর্য তুলে ধরার দায়িত্ব মুসলমানদের। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মানব কল্যাণে এ দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি আরো বলেন, নিজেদের মাঝে ইসলাম চর্চার পাশাপাশি তিন দশকের অধিক সময় থেকে মুনা এ সমাজে দ্বীনি দাওয়াতের কাজ চালিয়ে যাচ্ছে। সংগঠনের জনশক্তির দৃষ্টি আকর্ষণ করে মুহতারাম ন্যাশনাল প্রেসিডেন্ট বলেন, আমাদের উপর দায়িত্ব অনেক। অর্থ এবং শক্তি উভয় দিয়েই দাওয়াতে দ্বীনের কাজ করে যেতে হবে। প্রজন্মদেরকে ইসলামের অনুশাসনে গড়ে তুলতে তিনি বিশেষ ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করেন। গত ২৪ সেপ্টেম্বর, শনিবার বাফেলো শহরের বিআইসিসি’তে অনুষ্ঠিত শিক্ষা সমাবেশে মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট এসব কথা বলেন। বাছাইকৃত জনশক্তির কয়েক শ নারী-পুরুষের অংশগ্রহণে সকাল ৯টা থেকে অপরাহ্নব্যাপী শিক্ষা সমাবেশে অতিথি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার ফায়জুল্লাহ এবং নিউইয়র্ক নর্থ জোন সেক্রেটারী রাশেদুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে বাফেলো সিটির চার চ্যাপ্টার প্রেসিডেন্ট সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান সফলভাবে সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
প্রকাশকাল : সেপ্টেম্বর ২০২২
আপনার মূল্যবান মতামত দিন: